প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১১:১৩ পিএম আপডেট: ১৫.০৩.২০২৫ ১১:২০ পিএম (ভিজিট : ১৩৫)

প্রতীকী ছবি
ভারতের কেরালায় ২৩ বছর বয়সী এক নারীকে পোকসো আইনের (প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস) আওতায় গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন করেছেন।
আজ শনিবার (১৫ মার্চ) সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। কেরালার কান্নুরের তালিপারাম্বুতে গতকাল শুক্রবার ওই নারীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার ওই নারীর নাম স্নেহা মেরলিন। সম্প্রতি ভারতের সিপিআই (কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া) এক নেতাকে তার হেলমেট দিয়ে আক্রমণ করার ঘটনায় স্নেহা ব্যাপক আলোচনায় আসেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।
এবার তার বিরুদ্ধে পোকসো আইনে নতুন মামলা হয়েছে। মামলার তদন্তে উঠে এসেছে, স্নেহাকে ১২ বছর বয়সী স্কুলছাত্রীর সাথে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। শিশুটির অস্বাভাবিক আচরণ বুঝতে পেরে তার ক্লাস শিক্ষক ওই শিশুর স্কুল ব্যাগ তল্লাশি করেন। শিক্ষক মেয়েটির ব্যাগে একটি মোবাইল ফোন খোঁজে পান। সেটি পরীক্ষা করে দেখা যায়, মোবাইলটিতে এমন ছবি ধারণ করা হয়েছে যা মেয়েটির বয়স অনুযায়ী সম্পূর্ণ অগ্রহণযোগ্য ছিল।
শিশু মেয়েটির বাবা-মায়ের আস্থা নিয়ে কর্তৃপক্ষ স্থানীয় চাইল্ড লাইনকে বিষয়টি অবহিত করেন। কয়েকটি কাউন্সেলিং সেশনের পর জানা যায়, মেয়েটিকে যৌন নিপীড়ন করেছিলেন স্নেহা।
কর্তৃপক্ষের আরও তদন্তে জানা যায়, স্নেহা কিছুদিন ধরে সেই শিশু মেয়েটির প্রতি যৌন নিপীড়ন চালিয়ে আসছিলেন। তার বর্তমান গ্রেফতার ফেব্রুয়ারিতে শিশু মেয়েটির সাথে সংঘটিত ঘটনার জেরে করা হয়েছে।
তদন্তে জানা গেছে, স্নেহা মেয়েটিকে কিছু উপহারও দিয়েছিল। পুলিশ এখন স্নেহার অন্য কোন দোষ আছে কিনা তা তদন্ত করছে।
গণমাধ্যমের খবরে জানা গেছে, স্নেহা এর আগেও ১৪ বছর বয়সী এক স্কুল ছেলেকেও যৌন হয়রানি করেছিল। তিনি ওই ছেলেকে হুমকি দিয়েছিল যে, যদি সে এই ঘটনার কথা প্রকাশ করে বা অভিযোগ করে, তাহলে তার ছবি জনসমক্ষে প্রকাশ করা হবে।