ই-পেপার শনিবার ১৫ মার্চ ২০২৫
শনিবার ১৫ মার্চ ২০২৫
ই-পেপার

শনিবার ১৫ মার্চ ২০২৫

পাঞ্জাবি বিক্রিতে প্রতারণা, ক্রেতাবেশে ঢুকে হাতেনাতে ধরা
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৮:৩১ পিএম  (ভিজিট : ৮৮)

চট্টগ্রাম নগরীতে দুটি পাঞ্জাবির দোকানে ক্রেতাবেশে প্রবেশ করে ‘ইন্ডিয়ান পাঞ্জাবি’ বিক্রির নামে হাতেনাতে ধরা হয়েছে প্রতারণা। এরপর বিক্রেতা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা। 

শনিবার (১৫ মার্চ) দুপুরে নগরীর রিয়াজউদ্দিন বাজারে ‘সেলিম পাঞ্জাবি মিউজিয়াম’ ও ‘পরিস্থান’ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রতারণা হাতেনাতে ধরেন অধিদফতরের টিম। অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ।

দোকানগুলোতে রাখা দেশের বিভিন্ন কারখানায় তৈরি পাঞ্জাবিতে ‘ইন্ডিয়ান’ ট্যাগ লাগিয়ে সেগুলো দুই হাজার থেকে ত্রিশ হাজার টাকা দামে বিক্রি করা করছিল। ইন্ডিয়ান পাঞ্জাবি বলে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতার সঙ্গে প্রতারণা করায় সেলিম পাঞ্জাবি মিউজিয়ামকে ২ লাখ এবং পরিস্থানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অধিদফতরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ সাংবাদিকদের বলেন, সেলিম পাঞ্জাবি মিউজিয়াম ও পরিস্থান চট্টগ্রামের খুবই ঐতিহ্যবাহী দুই প্রতিষ্ঠান। আমাদের কাছে অভিযোগ ছিল সেখানে দেশে তৈরি পাঞ্জাবিতে ইন্ডিয়ান ট্যাগ লাগিয়ে বিক্রি করা হচ্ছে। সত্যতা যাচাইয়ে আমাদের দুজন কর্মী শনিবার দুপুরে ক্রেতা বেশে সেখানে যান। তারা পাঞ্জাবি দেখে দরদাম করছিলেন। ইন্ডিয়ান পাঞ্জাবি বলার পর ইন্ডিয়া থেকে কীভাবে এনেছেন এবং কোনো ক্রয় ভাউচার আছে কি না জানতে চাওয়া হয়। তখন তারা দিতে অপারগতা প্রকাশ করায় প্রতারণার বিষয়টি ধরা পড়ে। 

তিনি আরও বলেন, এরপর আমাদের পুরো টিম দোকানে প্রবেশ করে যাচাই করে। দোকানিরা স্বীকার করেন যে, পাঞ্জাবিগুলো ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন কারখানায় তৈরি। দোকানে আনার পর তারা ইন্ডিয়ান ট্যাগ লাগিয়ে সেগুলো বিক্রি করছে। তাদের কাছে দুই হাজার থেকে ত্রিশ হাজার টাকা দামের পাঞ্জাবিও আছে বলে জানান। অথচ এগুলো দেশে তৈরিতে এত টাকা খরচ হওয়ার কথা নয়। দেশি প্রোডাক্ট হিসেবে বিক্রি হলে বড়জোর হাজার-দেড় হাজার টাকা দাম হতো। যেগুলো তারা ১০ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি করছে। প্রতারণা ধরা পড়ার পর তাদের জরিমানা করা হয়। 






https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close