প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৭:১৩ পিএম আপডেট: ১৫.০৩.২০২৫ ৭:১৮ পিএম (ভিজিট : ১০১)

তামাকের ক্ষেতে পড়ে থাকা নারীর মরদেহ। ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার মিরপুরে তামাকের মাঠ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ। তার নাম সন্তোষী বালা দাসী (৪৮) ।
শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের আবদুস সালামের বাড়ির তামাকের ক্ষেত থেকে সেই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সন্তোষী বালা দাসী বারুইপাড়া ইউনিয়নের (মশান-ঢেপাহাটি-একতারপুর) এলাকার ঋষি পাড়ার ঝন্টু দাসের স্ত্রী।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে পাতা কুড়ানোর জন্য সন্তোসী বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়।
বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য জিন্নাহ আলী খান বলেন, শুক্রবার বিকেলের দিকে পাতা কুড়াতে বাড়ি থেকে পার্শ্ববর্তী মাঠের দিকে যান সন্তোষী। ফিরে না আসায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।
শনিবার সকালে স্থানীয় কৃষকরা তামাক ভাঙতে গিয়ে মরদেহ দেখতে পায়। তার কানে স্বর্ণের দুল ছিল। ঘটনাস্থলের আশপাশে প্রতিনিয়ত মাদকসেবীদের আড্ডা বসে। হয়ত দুল ছিনিয়ে নিতে চিনে ফেলায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলেও অনেকে ধারণা করছেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে।