ই-পেপার শনিবার ১৫ মার্চ ২০২৫
শনিবার ১৫ মার্চ ২০২৫
ই-পেপার

শনিবার ১৫ মার্চ ২০২৫

বাংলাদেশে জাতিসংঘের নিজস্ব কোনো অ্যাজেন্ডা নেই: গুতেরেস
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৫:৫০ পিএম আপডেট: ১৫.০৩.২০২৫ ৬:৫৫ পিএম  (ভিজিট : ১৫৯)
শনিবার গুলশানে জাতিসংঘের নতুন ভবন পরিদর্শনকালে কথা বলছেন অ্যান্তোনিও গুতেরেস।

শনিবার গুলশানে জাতিসংঘের নতুন ভবন পরিদর্শনকালে কথা বলছেন অ্যান্তোনিও গুতেরেস।

বাংলাদেশে জাতিসংঘের নিজস্ব কোনো অ্যাজেন্ডা নেই জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বাংলাদেশ ও এ দেশের জনগণকে সহযোগিতা করাই আমাদের অ্যাজেন্ডা। 

শনিবার (১৫ মার্চ) ঢাকার গুলশানে জাতিসংঘের নতুন ভবন পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

এ সময় বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা এবং সংস্কার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশের আতিথেয়তায় আমি মুগ্ধ। বাংলাদেশের এ সংকটময় পরিস্থিতিতে পাশে থাকবে জাতিসংঘ। বাংলাদেশ যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, সেজন্য বাংলাদেশের জনগণের উদারতার প্রশংসা করি।

অনুষ্ঠানে উপদেষ্টা আদিলুর রহমান খান ও সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে জাতিসংঘ মহাসচিব ঢাকায় জাতিসংঘের নতুন ভবনে ৫০ বছর পূর্তির আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।






https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close