ই-পেপার শনিবার ১৫ মার্চ ২০২৫
শনিবার ১৫ মার্চ ২০২৫
ই-পেপার

শনিবার ১৫ মার্চ ২০২৫

জাতিসংঘ মহাসচিবের কাছে নির্বাচনের টাইমফ্রেম চাওয়ার প্রয়োজন নেই: মির্জা ফখরুল
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৫:১৫ পিএম  (ভিজিট : ২০৬)
শনিবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন বিএনপি মহাসচিব।

শনিবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন বিএনপি মহাসচিব।

জাতিসংঘের মহাসচিবের কাছে নির্বাচনের রুপরেখা বা টাইমফ্রেম জানানো বা চাওয়ার প্রয়োজন মনে করে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে, নির্বাচন কেন্দ্রিক বিষয়গুলোর আগে সংস্কার করে দ্রুত নির্বাচন দেয়ার প্রয়োজনীয়তা আবারও তুলে ধরেছে দলটি।  

বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচি অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে শনিবার (১৫ মার্চ) দুপুর ১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে গোল টেবিল বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের সামনে এসব কথা বলেন। 

জাতিসংঘের মহাসচিব সংস্কার বিষয়ে কোনো মন্তব্য করেছেন কিনা জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জাতিসংঘ মহাসচিব এই ব্যাপারে কোনো কথা বলেননি, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। আসলে এই গোলটেবিলটা, আমি আসলে বুঝিনি আরকি!’

তিনি বলেন, ‘মূলত এখানে সংস্কারে যে কমিশনগুলো করা হয়েছে, সে বিষয়গুলো জাতিসংঘ মহাসচিবকে অবহিত করা হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল এই বিষয়ে অবহিত করেছেন। আমরা আমাদের বক্তব্যের মধ্যে যে কথাগুলো বলে আসছি, সেই একই কথা বলেছি।’

মির্জা ফখরুল বলেন,‘সংস্কার অবশ্যই করতে হবে, সেই সংস্কারের কথা সবার আগে বলেছে বিএনপি। কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়। আমরা যেটা বলেছি, মূলত নির্বাচন কেন্দ্রিক বিষয়গুলো সংস্কারগুলো করে ফেলা, তারপর দ্রুত নির্বাচন করা, এরপর একটি সংসদের মাধ্যমে বাড়তি সংস্কারগুলো করা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটাই আমরা বলেছি।’

নির্বাচন নিয়ে কোনো টাইম ফ্রেমের কথা বলেছেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের কোনো টাইম ফ্রেমের কথা বলার প্রয়োজন নেই। সংস্কার আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা সংস্কার কমিশনগুলোর সঙ্গে আমরা কথা বলছি, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তারা যা চাচ্ছে আমরা সব দিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হয়েছে। জাতিসংঘের মহাসচিবকে আমরা আমাদের টাইম ফ্রেমটা দিতে যাব কেন?’

বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এ বৈঠকে অংশ নেন। জাতিসংঘ ঢাকার অফিসের উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হয়। 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close