প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১২:৫৪ পিএম আপডেট: ১৫.০৩.২০২৫ ১২:৫৮ পিএম (ভিজিট : ২১৫)

মার্ক কার্নি। ফাইল ছবি
কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মার্ক কার্নি। শুক্রবার (১৪ মার্চ) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি। শপথ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র প্রসঙ্গে তিনি বলেছেন, কানাডা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অংশ হবে না।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বাণিজ্য যুদ্ধের’ মোকাবিলা করতে প্রস্তুতি নিচ্ছে তার প্রশাসন। তবে, বিভিন্ন কূটনৈতিক বিষয়ে সমঝোতায় আসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে অভ্যন্তরীণ এবং কূটনৈতিক বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দেন কার্নি। এসময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ৫১তম অঙ্গরাজ্যের ধারণাকে ‘পাগলামি’ বলে আখ্যা দেন তিনি।
মার্ক কার্নি শপথ গ্রহণের আগে গভর্নর জেনারেল ম্যারি সাইমনের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন জাস্টিন ট্রুডো। তিনি প্রায় ১০ বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন। সে সময় থেকেই দেশের নেতৃত্ব কার হাতে যাবে তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়।
এরপর তার উত্তরাধিকার বাছাইয়ে জয়ী হন মার্ক কার্নি। এর আগে গত ১০ মার্চ তিনি লিবারেল পার্টির দলীয় প্রধান নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী দলীয় প্রধান হিসেবে তিনি প্রধানমন্ত্রিত্ব গ্রহণের দায়িত্ব পান।