ই-পেপার শনিবার ১৫ মার্চ ২০২৫
শনিবার ১৫ মার্চ ২০২৫
ই-পেপার

শনিবার ১৫ মার্চ ২০২৫

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক আজ
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১১:১৯ এএম আপডেট: ১৫.০৩.২০২৫ ১১:২৬ এএম  (ভিজিট : ১৮৮)
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসে (বাঁয়ে) ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসে (বাঁয়ে) ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। শনিবার (১৫ মার্চ) দুপুর ১টায় রাজধানীর শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 
 
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির প্রতিনিধিরা ওই বৈঠকে অংশ নেবেন।

এর আগে শুক্রবার (১৪ মার্চ) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এদিন দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজারে যান। 


রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন সেখানে। পরে উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেন জাতিসংঘ মহাসচিব। পরিদর্শন ও ইফতার শেষে সন্ধ্যায় একসঙ্গে ঢাকায় ফেরেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব।

গত বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের মহাসচিব চার দিনের সফরে ঢাকায় আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এই সফরে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। 


আরও সংবাদ   বিষয়:  জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস   বিএনপি   বৈঠক  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close