প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ২:৫৫ এএম আপডেট: ১৫.০৩.২০২৫ ৩:১৩ এএম (ভিজিট : ২০১)

দেশের প্রথম সারির উপস্থাপিকা শান্তা জাহান। টেলিভিশন অনুষ্ঠানের পাশাপাশি কর্পোরেট আয়োজনে সময় পার করছেন। বর্তমান কর্মব্যস্ততা নিয়ে কথা বলেছেন দৈনিক সময়ের আলোর সাথে।
ব্যস্ততার সময় কেমন যাচ্ছে?
রমজান মাস উপলক্ষে কয়েকটি টিভি চ্যানেলে ইফতার নিয়ে অনুষ্ঠান করছি। সেই সাথে চ্যানেল টুয়েন্টি ফোরে রান্নার অনুষ্ঠানও চলছে। এছাড়া নিয়মিত কিছু টেলিভশন অনুষ্ঠান, একাধিক টেলিভিশনে নিয়মিত লাইভ শো’র পাশাপাশি ইভেন্টের কাজ করছি।
ঈদের জন্য কি করছেন?
ঈদ উপলক্ষে ইলেকট্রনিক্স ব্যাণ্ড স্যামসাং-এর কিছু প্রমোশনাল কাজ করেছি। ১৭ মার্চ থেকে শুটিং শুরু হবে এনটিভির ৭ পর্বের এক গানের অনুষ্ঠানের। ব্যতিক্রমী এই আয়োজনে দেশের স্বনামধন্য ব্যাণ্ডদল ছাড়াও দেশের প্রান্তিক প্রতিভাবান শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়া একাধিক টেলিভিশন চ্যানেলে তারকা টক শোতে দেখা যাবে। এসবের বাইরে রয়েছে কাতারের সাংস্কৃতি অনুষ্ঠান।
এবারতো ঈদে কাতার থাকছেন। এ প্রসঙ্গে জানতে চাই ।
পেশাগত কারণে বিশ্বের বহু দেশে গিয়েছি। সুযোগ পেলেও এখন পর্যন্ত কাতার যাওয়া হয়নি। এবার প্রথমবারের মতো সেখানে যাচ্ছি একটি অনুষ্ঠান উপস্থানা করতে। আগামী ঈদের দিন প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে এই বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিষয়টি আনন্দের পাশাপাশি আমার জন্য একটু বেদনার। কারণ পরিবার ছাড়াই এই প্রথম আমাকে ঈদ করতে হবে।
ছোটবেলায় কি হতে চেয়েছিলেন ?
অনেকের মতো আমিও চিকিৎসক হতে চেয়েছিলাম। বাবা চেয়েছিলেন আমি আইনজীবি হবো। তবে সময়ের সঙ্গে মানুষের মনেরও পরিবর্তন ঘটে। বাস্তবতার চেয়ে চরম সত্য কিছু নেই। মাত্র ১৩ বছর বয়সে আমার বিয়ে হয়। এরপরপরই মা হয়েছি। ছোট বেলা থেকেই আত্ননির্ভরশীল হওয়ার চেষ্টা ছিল আমার মধ্যে। প্রাইভেট পড়ানো থেকে শুরু করে জীবনের ধাপে ধাপে অনেক কিছুর সঙ্গেই নিজেকে জড়িয়েছি। মিডিয়ায় নানা কাজে যুক্ত হলেও এক সময় মনে হলো উপস্থাপনাই আমার আসল জায়গা।
সময়ের সঙ্গে উপস্থাপনা কতটা গুরুত্ব পাচ্ছে?
শিল্পের উচ্চমানের অবস্থানে উপস্থাপনা। এটি এখন অনেক বড় একটা শিল্প। সময়ের সঙ্গে এর গুরুত্ব বাড়ছে। অনেকেই এখন উপস্থাপনাতে মনোযাগী হচ্ছেন। পেশা হিসেবে নিতেও আগ্রহী হচ্ছেন। নতুনদের অনেকে ভালো করছেন। আবার কেউ কেউ বিষয়টিকে খুব সহজ মনে করে অনুষ্ঠানের সৌন্দর্য্য নষ্ট করে তোলেন। সঞ্চালককে অধিক জানতে হবে। অনুষ্ঠানের গুরুত্ব বুঝতে হবে। অতিথি সম্পর্কে যথেষ্ট ধারণা থাকার পাশাপাশি তাকে সম্মান দিতে হবে। কথা দিয়ে সবাইকে প্রভাবিত করার অসাধারণ ক্ষমতার অধিকারী হওয়া বাঞ্চনীয়।
অভিনয়ের প্রস্তাব আসে?
শেখর শাহনিয়াতের ‘অপেক্ষার ফটোগ্রাফি’ ছিল আমার প্রথম নাটক। সহকারি পরিচালকের কাজ করতে গিয়েই ক্যামেরার সামনে দাঁড়ানো। এরপর বেশ কিছু নাটকে অভিনয় করা হয়েছে। সর্বশেষ অভিনয় করেছি এজাজ মুন্নার ‘বউ বিবি বেগম’ ধারাবাহিকে। এখনো অভিনয়ের প্রস্তাব পাই। সম্প্রতি ঈদের পাঁচ পর্বের ধারাবাহিকসহ একাধিক নাটকের প্রস্তাব এসেছিল। কিন্তু উপস্থাপনার পাশাপাশি অভিনয়ে সময় দেওয়া কঠিন।