ই-পেপার শনিবার ১৫ মার্চ ২০২৫
শনিবার ১৫ মার্চ ২০২৫
ই-পেপার

শনিবার ১৫ মার্চ ২০২৫

ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতি
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১০:৫৭ পিএম  (ভিজিট : ১০৪)
বেগমগঞ্জ মডেল থানা, নোয়াখালী। ছবি : সংগৃহীত

বেগমগঞ্জ মডেল থানা, নোয়াখালী। ছবি : সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে ঘরে ঢুকে ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর মলংঙ্গী বাড়িতে এ ঘটনা ঘটে।  

শুক্রবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী মো.জাকারিয়া। 

পুলিশ সূত্রে জানা গেছে, লতিফপুর গ্রামের শাহানাজ আক্তারের বাড়ির প্রধান দরজা ভেঙে অজ্ঞাতনামা ৮-১০ জনের ডাকাতদল বসতঘরে প্রবেশ করে। দেশীয় অস্ত্র হাতে ডাকাতদলের মুখে মাস্ক ও গামছা বাঁধা ছিল। তারা অস্ত্রের মুখে ধর্ষণের হুমকি দিয়ে ৬টি মুঠোফোন, ২ ভরি স্বর্ণ, নগদ ৪০ হাজার টাকা, শাড়ি ও বৈদেশিক সামগ্রী লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী মো.জাকারিয়া বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী নারীর স্বামী মারা গেছে। তিনি তিন সন্তান নিয়ে ওই বাড়িতে থাকেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close