প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১০:৫০ পিএম আপডেট: ১৪.০৩.২০২৫ ১০:৫৫ পিএম (ভিজিট : ৯১)

ইরাক-সিরিয়ার সীমান্ত মানচিত্র। ছবি: সংগৃহীত
ইরাক ও সিরিয়ার ইসলামিক স্টেট (আইএস) নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি।
আজ শুক্রবার (১৪ মার্চ) তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ইরাকের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ইরাকের নিরাপত্তা বাহিনী ইসলামিক স্টেট নেতা আবদাল্লাহ মাক্কি মুসলেহ আল-রিফাইকে হত্যা করেছে। তিনি আবু খাদিজা নামেও পরিচিত। মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে মিলে ইরাকি বাহিনী গোষ্ঠীটির বিরুদ্ধে লড়াই করছে।
রয়টার্স বলছে, আইএস সিরিয়া ও ইরাকে বছরের পর বছর ধরে লাখ লাখ মানুষের ওপর কঠোর ইসলামি শাসন আরোপ করেছিল। এখন মধ্যপ্রাচ্য, পশ্চিম ও এশিয়ায় পুনরায় তা ফিরে আসার প্রচেষ্টা চলছে।
ইসলামিক স্টেট (আইএস)-এর সাবেক নেতা আবু বকর আল-বাগদাদি ২০১৪ সালে ইরাক ও সিরিয়ার এক চতুর্থাংশের ওপর খিলাফত ঘোষণা করেছিলেন। সারা বিশ্বে তা এক চাঞ্চল্য সৃষ্টি করেছিল। তার নেতৃত্বে আইএস একটি বিশাল এলাকা নিয়ন্ত্রণ করেছিল, যেখানে তার শাসন ছিল অত্যন্ত কঠোর ও নৃশংস।
২০১৯ সালে সিরিয়ার উত্তর-পশ্চিমে মার্কিন বিশেষ বাহিনীর একটি অভিযানে আল-বাগদাদি নিহত হন। তার মৃত্যু ছিল আইএসের পতনের একটি বড় সংকেত।
মার্কিন সেন্ট্রাল কমান্ড গত জুলাইয়ে বলেছিল যে, গোষ্ঠিটি কয়েক বছর ধরে দুর্বল হওয়ার পর পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। কমান্ডটি তার মূল্যায়ন ভিত্তি করেছে ইসলামিক স্টেটের দাবি অনুযায়ী। আইএস ২০২৪ সালের প্রথমার্ধে ইরাক ও সিরিয়ায় ১৫৩টি আক্রমণ পরিচালনা করে। যা আগের বছরের তুলনায় দ্বিগুণ।