প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১০:২৮ পিএম আপডেট: ১৪.০৩.২০২৫ ১০:৫১ পিএম (ভিজিট : ১০৯)

প্রতীকী ছবি
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাড়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করেছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি গ্রাম থেকে ওই কিশোরকে আটক করা হয়।
শাহজাদপুর থানার ওসি (অফিসার ইনচার্জ) আসলাম আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি জানার পর দুপুরে অভিযুক্ত কিশোরকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। এছাড়া ভুক্তভোগী শিশুটিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির মা বলেন, আমার দুই মেয়েকে ভাইয়ের বাড়িতে রেখে আমি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করি। গত সোমবার(১০ মার্চ) আমার ভাইয়ের ১১ বছর বয়সী ছেলে (ভাতিজা) আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। ভাইয়ের পরিবার বিষয়টি আমাকে না জানিয়ে গোপন রাখে। পরে অন্যের মাধ্যমে বিষয়টি জানতে পেরে শুক্রবার সকালে ঢাকা থেকে বাড়িতে এসে মেয়েকে হাসপাতালে ভর্তি করেছি। এ ঘটনায় আমি মামলা করব। আমি এর ন্যায় বিচার চাই।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি বলেন, ঘটনাটি জানার পর ওই কিশোরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগীর পরিবার অভিযোগ দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।