ই-পেপার শনিবার ১৫ মার্চ ২০২৫
শনিবার ১৫ মার্চ ২০২৫
ই-পেপার

শনিবার ১৫ মার্চ ২০২৫

পুতিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ইউক্রেন যুদ্ধ থামার সম্ভাবনা দেখছেন ট্রাম্প
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৯:৫৫ পিএম  (ভিজিট : ৯২)
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘ফলপ্রসু’ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শীঘ্রই ইউক্রেনে যুদ্ধ থামারও ইঙ্গিত দিয়েছেন তিনি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান আজ শুক্রবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়েছে। রক্তক্ষয়ী যুদ্ধ শেষ পর্যন্ত থামবে বলে মনে হচ্ছে।

ওই পোস্ট মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়ার কুরস্কে প্রবেশ করা ইউক্রেনীয় সেনাদের রুশ সেনারা ঘিরে ফেলেছে। তবে পুতিন যেন তাদের হত্যা না করেন সে ব্যাপারে তিনি ‘জোর অনুরোধ’ করেছেন।


ট্রাম্প লিখেছেন, এই মুহূর্তে রুশ সেনারা কয়েক হাজার ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলেছে। তারা খুব অরক্ষিত অবস্থায় আছে। আমি প্রেসিডেন্ট পুতিনকে জোরালো অনুরোধ করেছি যেন তাদের ছেড়ে দেওয়া হয়। তা না হলে ভয়ঙ্কর গণহত্যা সংঘটিত হতে পারে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি। সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন।

তবে মাইকেল কোফম্যান নামের এক সামরিক বিশ্লেষক ট্রাম্পের এ দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, কুরস্ক থেকে ইউক্রেনীয় সেনারা নিজেরা সরে যাচ্ছে। সেখানে তারা অবরুদ্ধ হয়নি।

ইউক্রেনের এক সামরিক কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে বলেন, সাত মাস পর আমরা নিজেরাই সরে যাচ্ছি। সেখানে কেউ আমাদের অবরুদ্ধ করতে পারেনি।


আরও সংবাদ   বিষয়:  ইউক্রেন যুদ্ধ   ভ্লাদিমির পুতিন   ডোনাল্ড ট্রাম্প  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close