ই-পেপার শনিবার ১৫ মার্চ ২০২৫
শনিবার ১৫ মার্চ ২০২৫
ই-পেপার

শনিবার ১৫ মার্চ ২০২৫

জাতিসংঘ মহাসচিবের ইফতারে আসার পথে রোহিঙ্গার মৃত্যু, আহত ২
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৯:৫৭ পিএম আপডেট: ১৪.০৩.২০২৫ ৯:৫৯ পিএম  (ভিজিট : ২০৩)
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার। ফাইল ছবি

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার। ফাইল ছবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপস্থিতিতে আয়োজিত ইফতার অনুষ্ঠানে ঢুকতে গিয়ে পদপিষ্ট হয়ে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই জন।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা নেয়ামত উল্লাহ (৫০) ৪ নম্বর ক্যাম্পের মৃত সবি মিয়ার ছেলে।

উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইফতার পার্টিতে যোগ দেওয়ার জন্য তাড়াহুড়ো করে পাহাড়ের ঢাল থেকে পড়ে পদপিষ্ট হয়ে ৩ জন আহত হয়। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নেয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করেন।

আহত হয়েছেন একই ক্যাম্পের আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৬) ও বসির আহমেদের ছেলে কলিম উল্লাহ (৬২)। আহতদের জন্য আসমত উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মুহাম্মদ আরিফ হোছাইন।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close