প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৮:০২ পিএম (ভিজিট : ৩৫৮)

ফাইল ছবি
ঈদ আসন্ন। এক মাস সিয়াম-সাধনার পর আসবে মুসলমানদের বৃহত্তম উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে মধ্য রোজা থেকেই বরাবরের মতো রাজধানীর মার্কেটগুলোতে বেড়েছে কেনাকাটা। ঈদে নিজের জন্য, পরিবার ও আত্মীয়-স্বজনের জন্য উপহার কিনতে মানুষ ছুটছে মার্কেটে-শপিংমলে।
শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর বেশ কিছু মার্কেট ঘুরে দেখা গেছে এ চিত্র।
রাজধানীর মৌচাক, গাউছিয়া, চাঁদনি চক ও নিউমার্কেট এলাকা ঘুরে দেখা গেল, দোকানগুলোতে ঈদ উপলক্ষে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। বাড়তি পণ্য তুলেছেন ব্যবসায়ীরা। ক্রেতা সমাগমও ভালো।
কয়েকজন দোকানির সঙ্গে কথা বলে জানা গেল, সকাল থেকেই মানুষজন আসতে শুরু করছেন। এখন থেকে চাঁদ রাত পর্যন্ত প্রতিদিনই কমবেশি ভিড় হবে। তবে ইফতার ও তারাবির সময় ভিড় একটু কমে আসে। দোকানগুলোও খোলা থাকে বেশ রাত পর্যন্ত।
অন্যদিকে রাজধানীর বড় দুই শপিং মল বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্কেও ক্রেতাদের ভিড় বেড়েছে। ক্রেতার চাহিদা অনুযায়ী বিভিন্ন পোশাক, স্টাইলিশ জামাকাপড়, জুতা, ব্যাগ এবং সাজসজ্জার নানা উপকরণে দোকানগুলো ভরে উঠেছে।