ই-পেপার শনিবার ১৫ মার্চ ২০২৫
শনিবার ১৫ মার্চ ২০২৫
ই-পেপার

শনিবার ১৫ মার্চ ২০২৫

বাবার থেকে টাকা নিতে নিজেই নিজেকে অপহরণ! অতঃপর
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৭:৪৮ পিএম  (ভিজিট : ১৪২)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বাবার কাছ থেকে টাকা আদায় করতে নিজেই নিজের অপহরণের নিখুঁত ছক কষে ফেলেছিলেন এক যুবক। কিন্তু শেষে ধরা পড়ে গেলেন তিনি। 

ভারতের উত্তরপ্রদেশের ভাদোহি জেলায় ঘটনাটি ঘটেছে।

পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ধৃত যুবকের নাম প্রদীপ চৌহান। বাবার কাছ থেকে টাকা আদায় করতে সম্প্রতি নিজের অপহরণের ছক কষেছিলেন ২৮ বছর বয়সী ওই যুবক। 

পরিকল্পনা অনুযায়ী গত ৭ মার্চ প্রদীপ তার বাবাকে মেসেজ করে জানান, তাকে অপহরণ করা হয়েছে। তার পরেই নিজের ফোনটি বন্ধ করে দেন তিনি। খবর পেয়েই স্থানীয় থানায় ছেলের অপহরণের অভিযোগ দায়ের করতে ছোটেন প্রদীপের বাবা রামশঙ্কর চৌহান। তদন্তে নেমে মোবাইল টাওয়ারের সূত্র ধরে পুণেতে প্রদীপের খোঁজ পায় পুলিশ।

চৌরি থানার এক পুলিশকর্তা জানান, মোবাইল টাওয়ারের সূত্র বলছিল, ওই যুবক মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকায় রয়েছেন, যা হিঞ্জেওয়াড়ি থানার অন্তর্গত। শেষমেশ ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, নিরাপদেই রয়েছেন প্রদীপ! এরপরেই তাকে গ্রেফতার করে পুলিশ। 

পুলিশ জানায়, জেরায় ওই যুবক স্বীকার করে নিয়েছেন যে তিনি নিজের বাবার কাছ থেকে টাকা আদায় করতেই অপহরণের গল্প ফেঁদেছিলেন। তারপর এক দিন কাউকে না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি। ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close