প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৫:২১ পিএম (ভিজিট : ১৭৮)

নামাজ পড়তে গিয়ে ঢাকা স্পেশাল জজ আদালত-১০ এর বিচারক মো. রেজাউল করিমের জুতা চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) জোহরের নামাজের পর ঢাকা জজ কোর্ট জামে মসজিদে এ ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার এসআই মো. ইমরান হোসেন।
নামাজ পড়তে আসা মুসল্লিরা জানান, খোঁজাখুঁজির এক পর্যায়ে নামাজ পড়তে আসা মো. সুমন নামের এক ব্যক্তির কাছ থেকে চুরি হওয়া জুতা উদ্ধার করা হয়। এসময় সুমনকে আটকে রাখেন মুসল্লিরা। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জুতা চুরির এ ঘটনায় ঢাকা স্পেশাল জজ আদালত-১০ এর স্টেনোগ্রাফার রাসেল মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলায় মো. সুমনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।