ই-পেপার শুক্রবার ১৪ মার্চ ২০২৫
শুক্রবার ১৪ মার্চ ২০২৫
ই-পেপার

শুক্রবার ১৪ মার্চ ২০২৫

নামাজ পড়তে গিয়ে বিচারকের জুতা চুরি, গ্রেফতার ১
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৫:২১ পিএম  (ভিজিট : ১৭৮)

নামাজ পড়তে গিয়ে ঢাকা স্পেশাল জজ আদালত-১০ এর বিচারক মো. রেজাউল করিমের জুতা চুরির ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) জোহরের নামাজের পর  ঢাকা জজ কোর্ট জামে মসজিদে এ ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার এসআই মো. ইমরান হোসেন।

নামাজ পড়তে আসা মুসল্লিরা জানান, খোঁজাখুঁজির এক পর্যায়ে নামাজ পড়তে আসা মো. সুমন নামের এক ব্যক্তির কাছ থেকে চুরি হওয়া জুতা উদ্ধার করা হয়। এসময় সুমনকে আটকে রাখেন মুসল্লিরা। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জুতা চুরির এ ঘটনায় ঢাকা স্পেশাল জজ আদালত-১০ এর স্টেনোগ্রাফার রাসেল মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলায় মো. সুমনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close