প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৪:০৯ পিএম (ভিজিট : ১৬০)

বাঁ থেকে মনির খান, ইমরান মাহমুদুল ও শেখ সাদী
মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার মাস রমজান। পবিত্র এ মাসের প্রভাব পড়ে বিনোদন অঙ্গনেও। সারা বছর বিভিন্ন ঘরানার গান নিয়ে ব্যস্ত থাকলেও এই সময়ে রমজানের পবিত্রতা রক্ষা ও আল্লাহর শ্রেষ্ঠত্বের গুণগান নিয়ে গান করেন কণ্ঠশিল্পীরা। এবারও বেশ কিছু ইসলামি গান প্রকাশ হয়েছে।
রমজান উপলক্ষে দুটি ইসলামি গান গেয়েছেন মনির খান। ‘কে কে যাবি সোনার মদিনায়’ গানটি বুধবার এমকে মিউজিক-২৪ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এ গানের কথা ও সুর করেছেন মিল্টন খন্দকার।
আজ শুক্রবার মনির খানের অফিসিয়ালি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘তোমারে সালাম নবী তোমারে সালাম’। মোহাম্মদ নূরুজ্জামান চৌধুীর কথায় গানটির সুর করেছেন মিল্টন খন্দকার।
দুটি ইসলামি গান করেছেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। ‘দ্বীনের পথে রোজার সাথে’ শিরোনামের গানটি লিখেছেন গীতিকার ও সাংবাদিক ফয়সাল রাব্বিকীন। সুর করেছেন আমিরুল মোমেনীন মানিক। গানটি ভিডিওসহ প্রকাশ হয়েছে হামদর্দ টিভি, মানিক মিউজিকসহ বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে। গানটির ভিডিও নির্মাণ করেছেন আলম মোরশেদ। অন্যদিকে গত সোমবার লেজার ভিশন থেকে প্রকাশিত হয়েছে ইমরানের ইসলামি গান ‘তুমি মেহেরবান’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর করেছেন ইমরান। লেজার ভিশন থেকে প্রকাশ হয়েছে কাজী শুভর ‘দমে দমে তোমায় জপি’। গানটির সুর করেছেন কাজী শুভ। লিখেছেন ফয়সাল রাব্বেকিন।
তরুণ প্রজন্মের গায়ক শেখ সাদী নিয়ে এসেছেন ইসলামি গান ‘গুনাহগার’। গানটি লিখেছেন ও সুর করেছেন মুস্তাফা সুমন। ভিডিও পরিচালনা করেছেন স্বাক্ষর। শিল্পীর ইউটিউব চ্যানেলে বুধবার প্রকাশ হয়েছে গানটি। একই চ্যানেলে সম্প্রতি প্রকাশ হয়েছে ‘আল্লাহু আকবার’। কাজী শুভর কণ্ঠে গানটি লিখেছেন শুহুল আমিন ও ভিডিও নির্মাণ করেছেন বিপ্লব হোসাইন।
অন্তর মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে এফ এ সুমনের নতুন ইসলামি গান ‘খোদার ওই মধুর বাণী, যত বার আমি শুনি’। শামসুজ্জামান বাবুলের কথায় গানটির সুর করেছে করেছেন শিল্পী নিজে। এ ছাড়া শিগগিরই প্রকাশ হবে এফ এ সুমনের আরেকটি ইসলামি গান ‘ও পৃথিবীর মালিক’। বরাবরের মতো এবারও ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু নিয়ে আসছেন ইসলামি গান ‘হে আল্লাহ তুমি এত মহান, কী করে হও’। তরুণ সিংয়ের কথায় গানটির সুর করেছেন শিল্পী নিজেই। ভিডিওতে আছেন আলামিন। ১৫ রমজানের পর নোলক বাবুর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে গানটি। কণ্ঠশিল্পী প্রিন্স হাবিবের সুরে ও এন আই বুলবুলের কথায় প্রকাশ হয়েছে ইসলামি গান ‘নবীর প্রেমের গান’।