ই-পেপার শুক্রবার ১৪ মার্চ ২০২৫
শুক্রবার ১৪ মার্চ ২০২৫
ই-পেপার

শুক্রবার ১৪ মার্চ ২০২৫

পঞ্চপাণ্ডবের নীরব প্রস্থান
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৩:৩৫ পিএম  (ভিজিট : ১২৪)
বাঁ থেকে সাকিব আল হাসান, মাশরাফি বিন মোর্ত্তজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

বাঁ থেকে সাকিব আল হাসান, মাশরাফি বিন মোর্ত্তজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট এবং দেশের ক্রিকেট থেকে একরকম নির্বাসিত থাকা সাকিব আল হাসান কি আদৌ আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেবেন? নাকি তিনিও বেছে নেবেন নীরব প্রস্থান? আন্তর্জাতিক ক্রিকেট থেকে কার্যত দূরে থাকা সাকিবকে লাল-সবুজের জার্সিতে আর দেখা যাবে না বললেই চলে। তাই আনুষ্ঠানিক ঘোষণা আসুক বা না আসুক, মাহমুদউল্লাহ রিয়াদের অবসর ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডব অধ্যায়ের সমাপ্তি নিশ্চিত হলো।

বাংলাদেশের ক্রিকেট যিনি বদলে দিয়েছিলেন সেই মাশরাফি বিন মোর্ত্তজা অনেক আগেই বিদায় নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। যদিও সেটি অলিখিত। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন এ বছরের জানুয়ারিতে। মুশফিকুর রহিম সাদা বলের ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন। মাহমুদউল্লাহ রিয়াদ তো আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানিয়ে দিয়েছেন।

২০০৭ সালের ১৮ সেপ্টেম্বর, টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জোহান্সবার্গের ম্যাচে প্রথমবারের মতো একসঙ্গে মাঠে নামেন মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম ও মাহমুদউল্লাহ। সেদিন ম্যাচ হারলেও বাংলাদেশ ক্রিকেট পেয়েছিল পাঁচজন কিংবদন্তিকে, যারা পরবর্তী দেড় দশক ধরে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়েছেন।

সময়ের স্রোতে তাদের হাত ধরে অনেকখানি পথ এগিয়েছে বাংলাদেশের ক্রিকেট। সাফল্য যেমন এসেছে, তেমনি ব্যর্থতার হতাশাও সঙ্গী হয়েছে এই পঞ্চপাণ্ডবের। তবে তাদের হাত ধরেই দেশের ক্রিকেট পেয়েছে নতুন উচ্চতা।

সাকিব আল হাসান লম্বা সময় ধরে শাসন করেছেন ক্রিকেটকে। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার তো বটেই, ক্রিকেট ইতিহাসেও সবচেয়ে বড় তারকাদের একজন তিনি। তামিম ইকবাল দেশের ব্যাটিং ইতিহাসের সবচেয়ে সফল ব্যাটসম্যান, তিন ফরম্যাট মিলিয়ে ১৫ হাজারের বেশি রান সংগ্রহ করেছেন। মুশফিকুর রহিম দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার, দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিয়েছেন।


মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন অন্যতম ফিনিশার, ডেথ ওভারে বিগ হিটার হিসেবে দীর্ঘদিন দলের ভরসা ছিলেন। মাশরাফি বিন মোর্ত্তজা শুধু অধিনায়ক নন, ছিলেন প্রকৃত নেতা। ২০১৫ সালের পর থেকে বাংলাদেশ ক্রিকেটকে বদলে দেওয়ার মূল কারিগরই তিনি।
এই পঞ্চপাণ্ডবের হাত ধরে ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ। যা বিশ্বকাপের মঞ্চে এখনও দেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও তাদের হাত ধরে উঠেছিল। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়গুলো তাদের কাঁধে ভর করেই।

এত অর্জনের মাঝেও রয়েছে অনেক হতাশা। ২০১২ ও ২০১৬ এশিয়া কাপের ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে না পারার আক্ষেপ। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে শেষ মুহূর্তের পরাজয়। নিদাহাস ট্রফির ফাইনালে (মাশরাফি ছাড়া) ভারতের বিপক্ষে জিততে জিততে হেরে যাওয়া। ২০১৮ এশিয়া কাপ ফাইনালেও (সাকিব ও তামিম ছাড়া) একই কাণ্ড। ২০১৯ বিশ্বকাপে সাকিব ও মুশফিক ছাড়া বাকিদের ব্যর্থতা ছিল স্পষ্ট।

২০০৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত পঞ্চপাণ্ডব একসঙ্গে খেলেছেন ১১১টি ওয়ানডে। জয় পেয়েছেন ৫৪ ম্যাচে, হেরেছেন ৫৩টিতে এবং ৪টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তাদের যুগে বাংলাদেশের সাফল্য ও ব্যর্থতা যেন সমানতালে চলেছে।

এখন প্রশ্ন উঠছে, সাকিব আল হাসান কি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করবেন? যদিও তিনি এখনও কিছু জানাননি, তবে তার ভবিষ্যৎ নিয়ে সংশয় থাকছেই।

তবে একটি বিষয় নিশ্চিতÑবাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব যুগের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। সময়ের পরিক্রমায় নতুন প্রজন্ম এগিয়ে নেবে দলকে, তবে এই পাঁচজনের অবদান নিশ্চিতভাবে বাংলাদেশ ক্রিকেটে চিরস্মরণীয় হয়ে থাকবে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close