প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৩:১৬ পিএম (ভিজিট : ১১২)

প্রতীকী ছবি
সেভেন সিস্টার্সের অন্তর্ভূক্ত ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মিজোরামে শরণার্থী হিসেবে বাংলাদেশের ২ হাজার ২১৭ জন নাগরিক অবস্থান করছেন বলে জানিয়েছেন রাজ্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাপডাঙ্গা।
বৃহম্পতিবার (১৩ মার্চ) রাজ্যের বিধানসভার অধিবেশনে দেয়া বক্তব্যের বরাতে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানে মিজোরামে আশ্রিত অবস্থায় আছেন ৪১ হাজার ৩৫৫ জন শরণার্থী। এদের মধ্যে ৩৩ হাজার ৫০৫ জন মিয়ানমার, ৫ হাজার ৬৩৩ জন প্রতিবেশী রাজ্য মণিপুর এবং ২ হাজার ২১৭ জন বাংলাদেশ থেকে এসেছেন। এই শরণার্থীদের সবাই নিজ নিজ এলাকায় রাজনৈতিক অস্থিরতার কারণে টিকতে না পেরে মিজোরামে এসে আশ্রয় নিয়েছেন।’
মণিপুরের যেসব বাস্তুচ্যুত মানুষজন মিজোরামে এসে আশ্রয় নিয়েছেন, তাদেরকে নিজেদের এলাকায় ফিরে যেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী। সেই কমিটি মণিপুরে বর্তমানে ক্ষমতাসীন রাষ্ট্রপতি শাসিত সরকারের সঙ্গে এ ইস্যুতে যোগাযোগাযোগ শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।