ই-পেপার শুক্রবার ১৪ মার্চ ২০২৫
শুক্রবার ১৪ মার্চ ২০২৫
ই-পেপার

শুক্রবার ১৪ মার্চ ২০২৫

পিকআপভ্যানের ধাক্কায় বাইকচালক নিহত
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১:০৮ পিএম  (ভিজিট : ৮২)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর বনশ্রীতে পিকআপভ্যান ধাক্কায় মোটরসাইকেল চালক দেলোয়ার হোসেন সৌরভ (৩১) নামে এক ব্যক্তি মারা গেছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বনশ্রী এ ব্লকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোরে মৃত ঘোষণা করেন।

মৃত সৌরভের বাড়ি যশোর জেলার শার্শা উপজেলায়। তার বাবার নাম জাকির হোসেন। স্ত্রী ও ৪ বছর বয়সি মেয়েকে নিয়ে খিলগাঁও নন্দিপাড়া এলাকায় থাকতেন।

মৃতের মামাতো ভাই মো. ইমরান হোসেন জানান, সৌরভ একটি ওভারসিজ কোম্পানিতে চাকরি করতেন। রাতে কোনো ক্লায়েন্টকে বাইকে করে নামিয়ে দিয়ে নিজের বাসায় ফিরছিলেন তিনি। এসময় রামপুরা ব্রিজ থেকে বনশ্রী রোডে ঢোকার মুখেই কোনো একটি গাড়ি তাকে ধাক্কা দেয়৷ এতে গুরুতর আহত হন।

তিনি জানান, পথচারীরা সৌরভকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তার মৃত্যু হয়।  যতটুকু জানতে পেরেছি, একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।


আরও সংবাদ   বিষয়:  সড়ক দুর্ঘটনা   নিহত  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close