ই-পেপার শুক্রবার ১৪ মার্চ ২০২৫
শুক্রবার ১৪ মার্চ ২০২৫
ই-পেপার

শুক্রবার ১৪ মার্চ ২০২৫

মধ্যরাতের ভূমিকম্পে কাঁপল কাশ্মীর
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১১:৩৫ এএম  (ভিজিট : ১৩৮)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভারতশাসিত জম্মু ও কাশ্মির এবং লাদাখের বিস্তীর্ণ এলাকায় মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পের উৎসস্থল ছিল কার্গিল। শুক্রবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

ভারতের জাতীয় ভূকম্পন পরিমাপ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বরাতে শুক্রবার (১৪ মার্চ) হিন্দুস্তান টাইমস জানায়, রাত ২টা ৫০ মিনিটে লাদাখ এবং জম্মু ও কাশ্মিরের বিস্তীর্ণ এলাকাজুড়ে হঠাৎই কম্পন অনুভূত হওয়ার পরে স্থানীয় বাসিন্দাদের অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ছিল বলে জানিয়েছে সংস্থাটি। 

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, লাদাখ অঞ্চলটি ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ‘সিসমিক জোন ৪’-এর মধ্যে পড়েছে। মূলত হিমালয় পার্বত্য এলাকায় অবস্থিত লাদাখ এমনতেই ভূকম্পনপ্রবণ। প্রায়ই সেখানে ভূমিকম্পের ঘটনাও ঘটে থাকে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close