প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১১:৪০ এএম আপডেট: ১৪.০৩.২০২৫ ১১:৪৩ এএম (ভিজিট : ৩০১)

পেস্ট মাখানো ব্রাশের ছবি। সংগৃহীত
ঘুম থেকে উঠে প্রায় মানুষেরই অভ্যাস পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা। তবে রমজান মাসে রোজা রেখে ব্রাশ করা যাবে কিনা, এ নিয়ে দ্বিধায় পড়ে যান অনেকে। কেউ কেউ ভাবেন, রোজা রেখে দাঁত ব্রাশ করা যাবে না। করলে রোজা ভেঙে যাবে। রোজা রেখে ব্রাশ করা যাবে কিনা, এ ব্যাপারে ইসলামের নির্দেশনা জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
প্রাপ্তবয়স্ক সুস্থ মুকিম মুসলিম নারী-পুরুষের ওপর রোজা রাখা ফরজ। রোজা হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। পাশাপাশি রোজা অবস্থায় সব ধরনের অনৈতিক কাজ থেকে বিরত থাকতে হবে।
রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে খুবই প্রিয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মেশকের সুঘ্রাণের চেয়েও আল্লাহর কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ অধিক প্রিয়।’ (সহিহ বুখারি, হাদিস: ১৮০৫)
ইসলামি স্কলাররা বলেন, টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ভাঙে না, তবে মাকরুহ হয়ে যেতে পারে। টুথপেস্ট বা টুথ পাউডার দিয়ে দাঁত ব্রাশ করার সময় থুথুর মাধ্যমে তা পেটে চলে যাওয়ার শঙ্কা থাকে। তাই একান্ত প্রয়োজন না হলে রোজা রেখে দাঁত ব্রাশ না করাই ভালো। রোজা অবস্থায় গাছের মেসওয়াক করা যেতে পারে। মিসওয়াক হলো গাছের কাঁচা ডাল দিয়ে দাঁত ঘষা।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যদি আমি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, তবে অবশ্যই প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম।’ (মিশকাতুল মাসাবিহ, হাদিস: ৩৪৬)
আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে নামাজ মিসওয়াক করে আদায় করা হয়, সেই নামাজ মিসওয়াক করা বিহীন নামাজের চেয়ে ৭০ গুণ বেশি সওয়াব হয়।’ (মুসতাদরাকে হাকেম, হাদিস: ৫১৫)