প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১০:৪৪ এএম (ভিজিট : ৩২৮)

মুহূর্তেই শেষ পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে অনলাইনে দেওয়া হয় আগামী ২৪ মার্চের টিকিট। এসময় রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিটও দেওয়া হয়।
তবে টিকিট বিক্রি শুরুর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে গেছে উত্তরাঞ্চলের ট্রেনের সব টিকিট।
সকাল ৮টার কিছুক্ষণ পর রেলসেবা অ্যাপসে দেখা যায়, উত্তরাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর সব টিকিট বিক্রি হয়ে গেছে। একই অবস্থা ঢাকা-রাজশাহী ও ঢাকা-খুলনা রুটের ট্রেনের।
কমলাপুর রেলস্টেশন ম্যানেজার শাহাদাত হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এ অঞ্চলে প্রায় ১৫ হাজার ৭৭৩টি টিকিট বিক্রি হবে। টিকিট বিক্রির ৮-৯ মিনিটের মধ্যে মোটামুটি সব টিকিট বিক্রি হয়ে গেছে।
তিনি আরও বলেন, যাত্রীদের চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা কম হওয়ায় সবাই টিকিট পাচ্ছে না।
এদিকে দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট। টানা সাতদিন চলবে আগাম টিকিট বিক্রির কার্যক্রম।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (১৫ মার্চ) বিক্রি করা হবে ২৫ মার্চের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে ১৬ মার্চ বিক্রি করা হবে ২৬ মার্চের টিকিট। ২৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ মার্চ। ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ। ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ।
রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানিয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে।