প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৯:১৭ এএম (ভিজিট : ১৫০)

মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিলে গাজার কয়েকজন যুবক। ছবি: সংগৃহীত
হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে থাকার পরেও গাজায় ইসরায়েলি হামলায় ২ ও ৩ বছর বয়সী দুই শিশু নিহত হয়েছে। এ ছাড়া ওই হামলায় আরও দুই নারী আহত হয়েছেন।
সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে শুক্রবার (১৪ মার্চ) বার্তা সংস্থা আনাদোলু এসব তথ্য নিশ্চিত করে আরও জানায়, বৃহস্পতিবার পূর্ব গাজা সিটি এবং ভূখণ্ডের উত্তরে বেইত হানুনে ইসরায়েলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি শিশু নিহত এবং আরও দুই নারী আহত হয়েছেন। এর মধ্যে বেইত হানুনে তাঁবুতে বোমা হামলায় ২ বছর বয়সী একটি শিশু নিহত এবং তার মা আহত হয়েছেন। পাশাপাশি একই হামলার কবলে পড়ে আরেকজন নারীও আহত হয়েছেন। এ ছাড়া গাজা শহরের পূর্বে শুজাইয়া পাড়ায় ইসরায়েলি ড্রোনের হামলায় ৩ বছর বয়সী এক শিশু নিহত হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দক্ষিণ গাজার পূর্ব খান ইউনিসের আবাসন আল-কাবিরার সানাতি এলাকা এবং আল-ফারাহিন পাড়ায় ইসরায়েলি ট্যাংকগুলো গোলাবর্ষণ করেছে। পূর্ব আবাসন এলাকা লক্ষ্য করে একটি ড্রোন বোমা ফেললেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আনাদোলুর পৃথক এক প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও ৭ জনের লাশ উদ্ধার করেছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৪৮ হাজার ৫২৪ জনে পৌঁছেছে।
এদিকে অক্টোবর থেকে ইসরায়েলি আক্রমণে আহতের মোট সংখ্যা বেড়ে ১ লাখ ১১ হাজার ৯৫৫ জনে দাঁড়িয়েছে।
গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তিন-পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে।