ই-পেপার শুক্রবার ১৪ মার্চ ২০২৫
শুক্রবার ১৪ মার্চ ২০২৫
ই-পেপার

শুক্রবার ১৪ মার্চ ২০২৫

যুদ্ধবিরতিতে রাজি পুতিন, তবে...
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১০:৩৫ পিএম  (ভিজিট : ১১২)
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এবার মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়া যুদ্ধবিরতির এই প্রস্তাবে রাজি আছে। তবে এই যুদ্ধবিরতি যেন দীর্ঘমেয়াদী শান্তির জন্য করা হয়।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন।  

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, আজ বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেন পুতিন। এ সময় পুতিন বলেন, আমরা শত্রুতা বন্ধের প্রস্তাবের সঙ্গে একমত। তবে এটি যাতে স্থায়ী শান্তির দিকে নিয়ে যায় এবং এই সংকটের অন্তর্নিহিত কারণগুলো যাতে সমাধান করা হয়।

যুদ্ধ ইস্যুতে ইউক্রেনের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে আগ্রহ দেখানোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান পুতিন। পুতিন আরও বলেন, তিনি মনে করছেন, ইউক্রেনের উচিত ছিল আমেরিকাকে সৌদি আরবের মতো একটি বৈঠকের জন্য বারবার অনুরোধ করা, কারণ পরিস্থিতি এমনই। এ ছাড়া যুদ্ধ পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে বলে দাবি করেন এই নেতা।


এর আগে সৌদি আরবের জেদ্দায় গত মঙ্গলবার অনুষ্ঠিত আমেরিকা-ইউক্রেন আলোচনা ছিল সম্প্রতি ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নজিরবিহীন বাকবিতণ্ডার পর দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এতে ইউক্রেন রাজি হয়। এবার পুতিনও রাজি বলে জানালেন। 

এক যৌথ বিবৃতিতে আমেরিকা জানায়, তারা অবিলম্বে ইউক্রেনে সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং নিরাপত্তা সহায়তা পুনরায় চালু করবে। ট্রাম্প-জেলেনস্কির বাকবিতণ্ডায়পূর্ণ বৈঠকের পর এগুলো স্থগিত করা হয়েছিল।


তিন বছর আগে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়া। সাম্প্রতিক সময়ে যুদ্ধে অগ্রগতি পাচ্ছে মস্কো। ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড এখন রাশিয়ার দখলে।


আরও সংবাদ   বিষয়:  রাশিয়া   ইউক্রেন   যুদ্ধবিরতি   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close