ই-পেপার শুক্রবার ১৪ মার্চ ২০২৫
শুক্রবার ১৪ মার্চ ২০২৫
ই-পেপার

শুক্রবার ১৪ মার্চ ২০২৫

সিলেটে ফাল্গুনের শেষে শিলাবৃষ্টি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১০:৩১ পিএম আপডেট: ১৩.০৩.২০২৫ ১০:৩৫ পিএম  (ভিজিট : ১০৯)
ঝড়ের পর পড়ে থাকা শিলা। ছবি: সংগৃহীত

ঝড়ের পর পড়ে থাকা শিলা। ছবি: সংগৃহীত

সিলেটে ফাল্গুনের শেষে ঝড়ো হাওয়ার সঙ্গে প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সোয়া আটটার দিকে হঠাৎ করেই এ শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় ১০ মিনিটের মতো স্থায়ী ছিল এ শিলাবৃষ্টি।

আকস্মিক এ শিলাবৃষ্টিতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। মুহূর্তেই ফাঁকা হয়ে যায় রাস্তাঘাট। সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটতে বাধ্য হন। 

শিলাবৃষ্টির ফলে ফসলের ক্ষতির শঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। বিশেষ করে ধান, সবজি ও অন্যান্য মৌসুমি ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে এ পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমের পরিবর্তনের কারণে এমন ঝড়-বৃষ্টি হয়ে থাকে। আকস্মিক এ শিলাবৃষ্টিতে সিলেটের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই জানান, এত বড় শিলা পড়তে খুব কমই দেখা গেছে।


আরও সংবাদ   বিষয়:  শিলাবৃষ্টি   সিলেট  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close