ই-পেপার শুক্রবার ১৪ মার্চ ২০২৫
শুক্রবার ১৪ মার্চ ২০২৫
ই-পেপার

শুক্রবার ১৪ মার্চ ২০২৫

ছাত্রলীগের সাবেক সভাপতি শোভনের বাবা গ্রেফতার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১০:১০ পিএম আপডেট: ১৩.০৩.২০২৫ ১০:৩৫ পিএম  (ভিজিট : ২৫১)
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি শোভনের বাবা নুরুন্নবী চৌধুরী খোকন। ছবি : সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি শোভনের বাবা নুরুন্নবী চৌধুরী খোকন। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি শোভনের বাবা নুরুন্নবী চৌধুরী খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে ভুরুঙ্গামারীতে খোকনের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জুলাই-আগস্টে ছাত্র জনতার উপর হামলা ঘটনায় এজাহার নামীয় আসামি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী খোকন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ভুরুঙ্গামারী থানা পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close