ই-পেপার শুক্রবার ১৪ মার্চ ২০২৫
শুক্রবার ১৪ মার্চ ২০২৫
ই-পেপার

শুক্রবার ১৪ মার্চ ২০২৫

সিরিয়ার সাংবিধানিক ঘোষণায় ইসলামী আইন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৯:৩০ পিএম আপডেট: ১৩.০৩.২০২৫ ৯:৩৫ পিএম  (ভিজিট : ১৮৫)
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ছবি: সংগৃহীত

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ছবি: সংগৃহীত

সিরিয়ায় একটি সাংবিধানিক খসড়া ঘোষণায় ইসলামী আইনকে প্রধান ভিত্তি হিসেবে রাখা হয়েছে। পাশাপাশি এতে নারী অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।  

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) এই খসড়া সংবিধানে স্বাক্ষর করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এই ঘোষণাটি সিরিয়ার পাঁচ বছরের অন্তর্বর্তী সরকারের সময়কালে কার্যকর থাকবে বলে জানান তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

একটি টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে পড়ে শোনানো সারাংশ অনুযায়ী, ইসলামী আইনশাস্ত্র হবে এই সংবিধানের 'প্রধান উৎস', যার ভিত্তিতে দেশটির আইন প্রণয়ন করা হবে। এটি পূর্বের সংবিধান থেকে ভিন্ন, যেখানে ইসলামী আইনশাস্ত্রকে কেবল 'একটি প্রধান উৎস' হিসেবে উল্লেখ করা হয়েছিল।


ঘোষণাপত্র প্রণয়নকারী কমিটির এক সদস্য স্বাক্ষর অনুষ্ঠানে এই সারাংশ পড়ে শোনান। তিনি বলেন, আমরা আইন প্রণয়নের উৎসগুলোর মধ্যে ইসলামী আইনশাস্ত্রকে প্রধান উৎস হিসেবে বজায় রেখেছি। এছাড়া, তিনি ইসলামী আইনশাস্ত্রের গুরুত্ব তুলে ধরে বলেন, এই আইনশাস্ত্র প্রকৃত সম্পদ, যা অপচয় করা উচিত নয়।

রয়টার্স বলছে, সিরিয়ার অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া নেতা আহমেদ আল-শারা বর্তমানে তার নেতৃত্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। উপকূলীয় অঞ্চলে সাম্প্রদায়িক হত্যাকাণ্ডের সাম্প্রতিক ঢেউ তার প্রশাসনকে চাপে ফেলেছে। অভিযোগ উঠেছে, এই হত্যাকাণ্ডের জন্য দায়ী মূলত সেই যোদ্ধারা, যারা সরাসরি শারার সরকারের সঙ্গে যুক্ত।

দুই সপ্তাহেরও কম সময় আগে শারা ঘোষণাপত্র খসড়া তৈরির জন্য কমিটি নিয়োগ করেছিলেন। সারাংশ অনুযায়ী, ঘোষণাপত্রটি নারীদের শিক্ষার অধিকার, কর্মক্ষেত্রে অংশগ্রহণ এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করে। এছাড়া, মতামত, মতপ্রকাশ, গণমাধ্যম, প্রকাশনা এবং সংবাদপত্রের স্বাধীনতাও নিশ্চিত করে।


স্বাক্ষর অনুষ্ঠানে টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে শারা  বলেন, আমাদের আশা, এই সংবিধান সিরিয়ার জনগণের জন্য সংস্কার ও উন্নয়নের পথে একটি ভালো সূচনা হবে। গত ফেব্রুয়ারিতে তিনি বলেছিলেন, একটি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে চার থেকে পাঁচ বছর সময় লাগবে।

২০১২ সালে আইন হিসেবে কার্যকর হওয়া সিরিয়ার পূর্ববর্তী সংবিধান এই বছরের জানুয়ারিতে স্থগিত করা হয়েছে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close