প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৯:২৪ পিএম (ভিজিট : ১০৪)

আছিয়ার নির্যাতনকারীদের বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় মশাল মিছিল। ছবি: সংগৃহীত
ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় নিহত শিশু আছিয়ার নির্যাতনকারীদের বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশাল মিছিল করছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এ মশাল মিছিল শুরু হয়। মিছিলটি নীলক্ষেত মোড় ঘুরে হলপাড়া হয়ে আবার রাজু ভাস্কর্য গিয়ে শেষ হয়।
এ সময় আন্দোলনকারী ছাত্র-জনতা হাতে মশাল ও প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দেন। ‘আছিয়া মরলো কেনো, প্রশাসন জবাব দে’; ‘বাহ্ পুলিশ চমৎকার, ধর্ষকের পাহারাদার’; ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’; ‘যে রাষ্ট্র ধর্ষক পোষে, সেই রাষ্ট্র ভেঙে দাও’; যে হাত ধর্ষণ করে, সেই হাত ভেঙে দাও’ ইত্যাদি স্লোগান ছিল তাদের।
এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মারা যায়। এর আগে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সি ওই শিশুটি।