ই-পেপার শুক্রবার ১৪ মার্চ ২০২৫
শুক্রবার ১৪ মার্চ ২০২৫
ই-পেপার

শুক্রবার ১৪ মার্চ ২০২৫

এবার বান্ধবীকাণ্ডে ফাঁসলেন সালমান এফ রহমান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৮:০৬ পিএম আপডেট: ১৩.০৩.২০২৫ ৮:১২ পিএম  (ভিজিট : ২৯৭)
শিল্পপতি সালমান এফ রহমানের সঙ্গে কথিত বান্ধবী জাকিয়া তাজিন। ছবি : সংগৃহীত

শিল্পপতি সালমান এফ রহমানের সঙ্গে কথিত বান্ধবী জাকিয়া তাজিন। ছবি : সংগৃহীত

জুলাই গণহত্যার অন্যতম নির্দেশদাতা হিসেবে গত কয়েক মাস ধরে কারাগারে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা শিল্পপতি সালমান এফ রহমান। এবার কথিত বান্ধবীর দুর্নীতিতে দুদকের জালে ফাঁসলেন তিনি।

আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান ও ইনডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেডের সাবেক ম্যানেজিং ডিরেক্টর (এমডি) জাকিয়া তাজিনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৩ মার্চ) মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম। তাদের বিরুদ্ধে ব্যাংক থেকে ঋণ নিয়ে না দেওয়া এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে বেক্সিমকো গ্রুপের সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার লিমিট অতিক্রান্ত হওয়ার বিষয়টি অসৎ উদ্দেশে সুকৌশলে এড়ানোর জন্য জাকিয়া তাজিনের ব্যবসা প্রতিষ্ঠান ইনডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি ইউনিট-২ লিমিটেডের নামে লোন মঞ্জুর করা হয়। 

মঞ্জুরীপত্রের এলসি শর্তাবলী ভঙ্গ করে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের নাম সর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের কাছ থেকে ৯৮ লাখ ৮২ হাজার ইউএস ডলারের যা বাংলাদেশি মুদ্রায় ৭৬ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার টাকার বিনিময়ে ইনডেক্স পাওয়ার অ্যান্ড অ্যানার্জির (ইউনিট-২) জন্য ড্রইং ও ডিজাইন নিয়ে আসার জন্য এলসি খোলা হয়। ড্রইং ডিজাইনের বদলে কাগজ নিয়ে এসে ৭৬ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার টাকা বিদেশে পাচার করে মানিলন্ডারিং করেছেন। এলসির সেই টাকা ফোর্স লোন ক্রিয়েট করে ইতোমধ্যে আট বছর পার হয়ে গেলেও ব্যাংকের বকেয়া ৩৩ কোটি ৬৪ লাখ ৩২ হাজার টাকা পরিশোধ না করে আত্মসাত করেছেন।

অন্য আসামিরা হলেন, বেক্সিমকো এলপিজির ম্যানেজিং ডাইরেক্টর আহমেদ সায়ান ফজলুর রহমান, এসকর্প হোল্ডিংস লিমিটেডের পরিচালক আহমেদ শাহরীয়ার রহমান, আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালামান ফজলুর রহমান (সালমান এফ রহমান), সাবেক কর্মকর্তা দিপঙ্কর বড়ুয়া, কামরুল ইসলাম চৌধুরী, মুনসী ছরোয়ার জান, দিলিপ কুমার দাস, চন্দন কুমার দাস, আনোয়ার হোসেন চৌধুরী ও ফরিদ উদ্দিন আহমেদ।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close