প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৭:৪১ পিএম (ভিজিট : ১১৮)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছিয়ার গায়েবানা জানাজা। ছবি : সময়ের আলো
মাগুরায় ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আট বছর বয়সী শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় জবি শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, আমরা এ ধরনের ঘটনা আর দেখতে চাই না। এ ধরনের গায়েবানা জানাজা আর পড়তে চাই না। ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচারকার্য শেষ করতে হবে। এছাড়া ধর্ষণ প্রমাণিত হলে একমাত্র এবং সর্বনিম্ন শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।
শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, ইসলামের আলোকে ধর্ষণমুক্ত আদর্শবান সমাজ গড়তে ছাত্র সমাজের দায়িত্ব নিতে হবে। সচেতনতার মাধ্যমে আমরা সমাজ ব্যবস্থার সব ধরনের অপকর্ম থেকে আসতে পারব। আমরা দোষীদের আইনানুগ শাস্তি দাবি করছি। পুনরায় যাতে এ ধরনের ঘটনা না ঘটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আমাদের সকলকে সচেতন থাকতে হবে।
এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ তারিখে দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃৎস্পন্দন ফিরে আসেনি। গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকার সিএমএইচ-এ ভর্তি করা হয়।