ই-পেপার বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫
বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫
ই-পেপার

বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রায় যানজটের আশঙ্কা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১২:৩৮ পিএম  (ভিজিট : ১১৬)
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। ছবি : সময়ের আলো

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। ছবি : সময়ের আলো

আইনশৃঙ্খলা বাহিনীর অবনতির কারণে মহাসড়কে চুরি, ছিনতাই, ডাকাতি যেমন বেড়েছে তেমনি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এবার ঈদযাত্রায় যানজটের আশঙ্কা করছে চালক ও যাত্রীরা। এদিকে মহাসড়কে অবৈধ অটোরিকশা দাবিয়ে বেড়াচ্ছে। যার ফলে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, সড়কে ঝরছে তাজা প্রাণ। মহাসড়কে ট্রাফিক পুলিশের বাড়তি নজরদারিসহ প্রয়োজনীয় ব্যবস্থার নেয়ার দাবি তাদের।

বৃহস্পতিবার(১৩মার্চ) ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা ঘুরে এমনি তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ৫ আগস্টে সারাদেশে পুলিশ হত্যা জ্বালাও পোড়াও সহ নানা কারণে দেশের আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় হয়ে পড়ে। এ সুযোগে মহাসড়কে চুরি, ছিনতাই, ডাকাতি, ধষর্ণসহ নানা অপরাধমূলক কাজ বেড়ে যায়। কালিয়াকৈর উপজেলায় প্রায় তিন শতাধিক শিল্প-কলকারখানা রয়েছে। এসব শিল্প কারখানা ঈদের ছুটি ঘোষণা হলে মহাসড়কে চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঘরমুখো মানুষের চাপ বেড়ে যায়। উত্তরবঙ্গের ১৭টি জেলার মানুষের বাড়ি যাওয়ার একমাত্র প্রবেশমুখ চন্দ্রা।

প্রতিবছর ঈদ আসলেই চন্দ্রা এলাকা সড়কের মাঝে যত্রতত্রভাবে গাড়ী থামিয়ে যাত্রী উঠানামা, সড়কের পাশে কাউন্টার বসিয়ে তীব্র যানজটের সৃষ্টি করা হয়। তবে এসব যানজট নিরাসনে কাজ করতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। কিন্তু এবার পুলিশের তৎপরতা না থাকায় এই মহাসড়কে যানজটের আশঙ্কা করছে চালক,পথচারী ও যাত্রীরা। সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় স্বস্তিতে ঘরমুখো মানুষ বাড়ি ফিরবে এমনটি প্রত্যাশা যাত্রীদের।

বাংলাদেশ সড়ক পরিবহনের শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান জানান, মহাসড়কে যানজট নিরাসনে শতাধিক শ্রমিকের সদস্য কমিউনিটি পুলিশের দায়িত্বপালন করবেন বলে জানালেন।

নাওজোড় হাইওয়ে থানার পুলিশের ইনজার্চ রইছ উদ্দিন জানান, এদিকে যানজট নিরসনে পুলিশের বিশেষ নজরদারিসহ মানুষকে স্বস্তিতে ঈদযাত্রার পরিকল্পনা করছেন।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close