ই-পেপার বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫
বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫
ই-পেপার

বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫

বার্গার সিয়ামের নেতৃত্বে বাড্ডায় যুবক খুন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১২:১৫ পিএম আপডেট: ১৩.০৩.২০২৫ ১২:১৯ পিএম  (ভিজিট : ১১৫)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজধানীর মধ্য বাড্ডার বার্গার সিয়ামের নেতৃত্বাধীন কিশোর গ্যাংয় গ্রুপিংয়ের দ্বন্দ্বে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ তানভির (২২)। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৩মার্চ) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তানভীর। বুধবার রাত ১০টার দিকে মধ্য বাড্ডা একটি মাঠের পাশে ঘটনাটি ঘটে।

নিহত তানভিরের বাবা সাহাদুল্লাহ বলেন, তাদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার মুন্সিরহাট গ্রামে। পরিবারের নিয়ে মধ্য বাড্ডা কবরস্থান রোডে একটি বাসায় ভাড়া থাকি। তানভির এলাকায় একটি রিফ্রেজারেটর এর দোকানের কর্মচারী ছিল। 

তিনি আরও বলেন, গতকাল বুধবার ইফতারের পর বাসা থেকে বের হয়েছিলেন তানভীর। এর ১ ঘণ্টা পর মোবাইল ফোনে তিনি খবর পান, কবরস্থান রোডের শেষ মাথায় আইসিএল মাঠে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তানভীর। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। সেখানে পৌঁছানোর পর ঘাতকরা তাকে দেখে দৌড়ে পালিয়ে যায়।

পরে রক্তাক্ত অবস্থায় তানভিরকে প্রথমে স্থানীয় একটি হাসপাতলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাতে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তানভির। তার মাথা, পিঠাসহ শরীরের বিভিন্ন স্থানে ৭-৮টি আঘাত করা হয়েছে। এমনকি ১৭-১৮ ব্যাগ রক্ত দেয়ার পরও তাকে বাঁচানো যায়নি।

বাবা অভিযোগ করেন, একই এলাকার সিয়াম ওরফে বার্গার সিয়াম, মিঠু, স্বাধীন, শাওন সহ ১০-১২ জন মিলে তানভিরকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। তারা মূলত নিজেদেরকে এলাকার সিনিয়র দাবি করত। সেই সিনিয়র দাবি নিয়ে মাঝেমধ্যেই তানভিরকে রাস্তাঘাটে পেলে মারধর করত এবং খারাপ ব্যবহার করত। সেই ঘটনার জের হিসেবে তানভিরকে  কুপিয়েছে। ঘটনার সময় তার সাথে বেতনের ১০ হাজার টাকা ও একটি ফোন ছিল। সেগুলোও ছিনিয়ে নিয়েছে তারা।

এদিকে, বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান জানান, মধ্য বাড্ডায় একটি মারামারির ঘটনায় ওই যুবক ধারাল অস্ত্রের আঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় বুধবার রাতেই ভুক্তভোগীর বাবা একটি মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 

ময়নাতদন্তের জন্য তানভিরের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। কী নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড সেটি জানার চেষ্টা চলছে এবং বাকি আসামিদেরও গ্রেফতারের অভিযান চলছে বলে জানান এসআই হাসানুর।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close