ই-পেপার বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫
বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫
ই-পেপার

বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫

যুদ্ধবিরতি মেনে নিতে রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১০:৪১ এএম  (ভিজিট : ১৮০)
রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (বামে) এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (বামে) এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার (১২ মার্চ) যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয় ইউক্রেন। রাশিয়া এখন পর্যন্ত এ বিষয়ক কোনো বিবৃতি জানায়নি।

পুতিন নীরবতা না ভাঙ্গলেও যুদ্ধবিরতি মেনে নিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবার কঠোর হুশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনে যুদ্ধবিরতি ‘এখন রাশিয়ার ওপর নির্ভর করছে’। এই চুক্তিতে রাজি না হলে রাশিয়ার ওপর ‘কঠিন’ অর্থনৈতিক শাস্তি আরোপের হুমকি দিয়েছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।

রয়টার্স জানায়, স্থানীয় সময় বুধবার (১২ মার্চ) হোয়াইট হাউসে আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন- ‘এখন যুদ্ধবিরতি রাশিয়ার ওপর নির্ভর করছে, তবে উভয়পক্ষের সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা বিষয়টি দেখব। খুব শিগগিরই মার্কিন প্রতিনিধিরা আলোচনার জন্য রাশিয়ায় যাচ্ছেন। আশাকরি, আমরা রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিরতির সম্মতি আদায় করতে পারব। এবং যদি আমরা তা করতে পারি, তাহলে আমি মনে করি এই ভয়াবহ রক্তপাতের অবসান ঘটানোর জন্য ৮০ শতাংশ পথ পাড়ি দেওয়া হবে।’

তবে এর অন্যথা হলে আগাম হুমকিও দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, যদি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চুক্তিটি প্রত্যাখ্যান করেন, তাহলে রাশিয়ার ওপর ‘কঠিন’ অর্থনৈতিক শাস্তি আরোপ করা হবে।,

ট্রাম্প বলেন, ‘আমি এমন কিছু করতে পারি যা আর্থিকভাবে রাশিয়ার জন্য খুবই খারাপ হবে। তবে আমি তা করতে চাই না, কারণ আমি সবসময় শান্তির পক্ষের।’

ইউক্রেন রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতি মেনে নিলেও 

তবে রাশিয়ার একাধিক সূত্রের বরাতে বৃহস্পতিবার (১৩ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স দাবি করেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এতে রাজি হবেন না বলেই মনে করা হচ্ছে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close