ই-পেপার বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫
বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫
ই-পেপার

বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫

আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে বোমা-ককটেল উদ্ধার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১০:১৬ এএম আপডেট: ১৩.০৩.২০২৫ ১১:১৭ এএম  (ভিজিট : ১১৩)
উদ্ধার হওয়া ২৪ টি তাজা বোমা। ছবি: সময়ের আলো

উদ্ধার হওয়া ২৪ টি তাজা বোমা। ছবি: সময়ের আলো

পাবনা সদরের গয়েশপুর ইউনিয়নের জালালপুরে আওয়ামী লীগ নেতার বাসা বাড়ি থেকে ২৪ টি তাজা ককটেল ও দুটি স্মোক বোমা উদ্ধার করেছে পাবনা র‍্যাব ১২।

বুধবার (১২ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৫টা থেকে রাত ১টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন তারা।

ঘটনাস্থল থেকে র‍্যাব সদস্যদের সাথে কথা বলে জানা যায় পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মাছিমপুর এলাকার আওয়ামী লীগ নেতা সালাম মেম্বার এর বাড়িতে পাবনা র‍্যাব ১২" র কোম্পানি কমান্ডার স্কাউডন লিডার ইলিয়াস খানসহ র‌্যাবের অন্যান্য সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে পাবনা র‍্যাবের কোম্পানি কমান্ডার স্কাউডন লিডার ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মাছিমপুর গ্রামে আব্দুস সালাম মেম্বারের বাড়িতে অভিযান পরিচালনা করে ২৪টি ককটেল ও দুটি স্মোক বোমা উদ্ধার করেছেন। পৃথক দুটি বাড়িতে এই অভিযান চালানো হয়।

এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তিনি আরো জানান, বুধবার বিকাল ৫ টা থেকে শুরু করে রাত একটা পর্যন্ত এ অভিযান চলে। ঘটনাস্থলে রাজশাহী থেকে বোম ডিসপোজালের একটি ইউনিট আশার পরে ৪টি লাল বালতি থেকে ২৪টি বোম ও ২টি স্মোক বোমা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ের বাড়ির মালিকের নামে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বাড়ির মালিক আব্দুস সালাম গত ৫ ই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর থেকে আত্মগোপনে রয়েছেন।

এ অভিযান চলাকালীন সময়ে পাবনা র‍্যাবের অভিযানিক দল ও সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close