ই-পেপার বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫
বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫
ই-পেপার

বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫

ঈদে মুক্তি চলছে শুটিং!
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৮:৫৬ এএম  (ভিজিট : ১৬২)
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঈদকেন্দ্রিক হয়ে পড়েছে ঢাকাই চলচ্চিত্র। সারা বছর খুঁড়িয়ে খুঁড়িয়ে চললেও ঈদ মৌসুমে চাঙ্গা হয়ে ওঠে সিনেপাড়া। প্রযোজক-পরিচালক ও হল মালিকরা নড়েচড়ে বসেন নতুন সিনেমা নিয়ে। তোড়জোড় শুরু হয় প্রেক্ষাগৃহে মুক্তির। বরাবরের মতো এবারও হাঁকডাক ছড়িয়েছে বেশ কয়েকটি ছবি। এর মধ্যে রয়েছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘জ্বীন-৩’, ‘জংলি’ ‘পিনিক’, ‘ব্যাচেলর ইন ট্রিপ’ ও ‘ইনসাফ’। গান, পোস্টার, ট্রিলার-ট্রিজার প্রকাশ করে প্রচারণার মাধ্যমে দর্শকের আগ্রহ তৈরি করলেও শেষ হয়নি কোনো ছবির শতভাগ কাজ। এখনও বাকি রয়েছে অধিকাংশ ছবির শুটিং। সেন্সর তো দূরের কথা প্রযোজক ও পরিবেশক সমিতিতেও লিপিবদ্ধ হয়নি ঈদের ছবির নাম। প্রযোজক ও পরিবেশক সমিতির অফিস সচিব সৌমেন রায় এ প্রসঙ্গে দৈনিক সময়ের আলোকে জানান, আলোচনার বাইরে থাকা পুরোনো একটি ছবি ছাড়া ঈদের জন্য এখন পর্যন্ত কোনো আবেদন জমা পড়েনি।

অনেক আগে থেকেই ঈদের ছবি হিসেবে জানান দিয়েছে শাকিব খানের ‘বরবাদ’। বড় বাজেটের এই ছবিতে শাকিবের নায়িকা কলকাতার ইধিকা পাল। এই সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো জুটি হয়ে আসছেন শাকিব-ইধিকা। মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই সিনেমার পোস্টার-টিজার দর্শকের আগ্রহ বাড়ালেও শেষ হয়নি গানের শুটিং। পরিচালক জানান শিগগিরই বাকি কাজ শেষ করে সেন্সরে গড়াবে ‘বরবাদ’।

এখনও শুটিং চলছে ‘জ্বীন-৩’ সিনেমার। সত্য ঘটনা অবলম্বনে ভৌতিক গল্পের এই ছবিটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। জাজ মাল্টিমিডিয়ার এই ছবিতে জুটি হয়ে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়া। মুক্তির তাড়াহুড়োয় ছবির নায়ক দুদিন আগেও ১০২ ডিগ্রি জ¦র নিয়ে শুটিং করেন। শুটিংয়ের পাশাপাশি প্রচারণায় সরব রয়েছে ‘জ্বীন-৩’।

গত বছর ঈদের ছবি হিসেবে আলোচনায় ছিল এম রাহিমের ‘জংলি’। কিন্তু শেষমেশ ছবিটি মুক্তি থেকে পিছিয়ে যায়। তবে এবার সব প্রস্তুতি নিয়েই প্রচারণার মাঠে নেমেছে ‘জংলি’। সিয়াম আহমেদ, শবনম ইয়াসমিন বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘির এই ছবিটির শুটিং শেষ হলেও এখনও সেন্সরে জমা পড়েনি। ‘সুড়ঙ্গ’র পর আবারও দ্বিতীয়বারের মতো চমক নিয়ে আসছেন ছোটপর্দার অভিনেতা আফরান নিশো ও তমা মির্জা। তাদের সঙ্গে থাকছেন সুনেরাহ বিনতে কামাল। শিহাব শাহীন পরিচালিত এই সিনেমার নাম ‘দাগি’। কিছু দিন আগে সিনেমাটির শুটিং শেষ হলেও বাকি আছে অন্যান্য কাজ। এরপরই সেন্সরে যাবে ছবিটি। ঈদে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েই শুটিং শুরু হয়েছিল শবনম বুবলীর আরেক সিনেমা ‘পিনিক’। শুটিং শেষ করে চলছে সম্পাদনার কাজ। এতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। নির্মাণ করেছেন জাহিদ জুয়েল।

শুটিং শেষ হয়নি মোশাররফ করিম ও তাসনিয়া ফারিণ অভিনীত ‘ইনসাফ’ সিনেমার। সঞ্জয় সমাদ্দার পরিচালিত এই সিনেমার গানের শুটিং এখনও বাকি আছে। তবে অন্য সিনেমার মতো প্রচারণায় নামেনি ছবিটি। কয়েক দিনের মধ্যেই সেন্সরে জমা পড়বে ‘ইনসাফ’। তবে সেন্সরে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ’ চলচ্চিত্রটি আনকাট সেন্সর পেয়েছে। এতে অভিনয় করেছেন শিরিন শিলা, কায়েস আরজুসহ অনেকে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close