ই-পেপার বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫
বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫
ই-পেপার

বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫

জানা গেল ঈদের সম্ভাব্য তারিখ
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১০:১০ পিএম  (ভিজিট : ৭২২)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে। চলতি বছরের রমজান মাস ২৯ নাকি ৩০ দিনের হবে, সেই তথ্যও প্রকাশ করেছে তারা।

সংস্থাটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে এবার ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে। সেক্ষেত্রে ৩১ মার্চ পালিত হবে ঈদুল ফিতর। 

সাধারণ মানুষের উদ্দেশ্যে দুবাই জ্যোতির্বিদ্যা কেন্দ্র বলেছে, যদি আপনারা চাঁদ দেখতে পান, তাহলে পর্যবেক্ষণের বিষয়টি স্থানীয় কমিটি অথবা অফিসিয়াল চাঁদ দেখা কমিটিকে জানান। সংযুক্ত আরব আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। এতে ৩১ মার্চ ঈদুল ফিতর শুরু হতে পারে।

মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। এরপর ১ মার্চ থেকে সেখানে শুরু হয় রমজান। যদি আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোত ৩১ মার্চ ঈদুল ফিতর হয়, তা হলে এবার ওই অঞ্চলের মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন।


বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পরেই ঈদ হয়। আমাদের দেশে ১ এপ্রিল ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে, যদি মধ্যপ্রাচ্যে ৩১ মার্চ ঈদুল ফিতর হয়। তবে ইসলামের সবকিছুই নির্ভর করে চাঁদ দেখার ওপর। সে হিসাবে, বাংলাদেশে ৩১ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখে গেলে ১ এপ্রিল ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। 

 


আরও সংবাদ   বিষয়:  ঈদুল ফিতর   রমজান   আরব আমিরাত  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close