প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১২:২১ পিএম আপডেট: ১২.০৩.২০২৫ ১২:৩০ পিএম (ভিজিট : ১১৯)

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ৩০টিরও বেশি দোকান পুড়ে গেছে। এসব তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (১২ মার্চ) ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ জানিয়ে বলেছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ মারা যায়নি বা কেউ আহতও হয়নি।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরও জানানো হয়, মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। একে একে আরও ইউনিট ঘটনাস্থলে যেতে থাকে। আজ ভোর পৌনে ৫টার মধ্যে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে আরও দুটি ইউনিট যোগ হয়। ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে বলেন, সাততলা বস্তিতে আগুনে ১৪ জন মালিকের বিভিন্ন আয়তনের ১৫২টি কাঁচা ও সেমি পাকা রুম এবং ২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার মূল কারণ বৈদ্যুতিক শর্টসার্কিট। আজকের দুর্ঘটনায় কেউ নিহত বা আহত হয়নি।