
জেদ্দায় মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদলের বৈঠক। ছবি: সংগৃহীত
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের দেওয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন।
বিবিসি বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে জানায়, সৌদি আরবে একদিনের মার্কিন-ইউক্রেন প্রতিনিধিদলের আলোচনার পর ইউক্রেন জানিয়েছে - তারা রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতিতে তাৎক্ষণিকভাবে যেতে রাজি আছে।
যুক্তরাষ্ট্রের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তিনি রাশিয়ার কাছে এই প্রস্তাবটি উপস্থাপন করবেন এবং যুদ্ধ বন্ধের বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের বল এখন মস্কোর কোর্টে।
জেদ্দায় উপস্থিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই ইতিবাচক প্রস্তাবে সম্মত হওয়ার জন্য রাশিয়াকে রাজি করানোর কাজটা এখন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে।
বৈঠকের মঙ্গলবার (১১ মার্চ) দুই দেশের যৌথ এক বিবৃতিতে ঘোষণা করা হয়েছে, একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর করার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করতে প্রস্তুত ইউক্রেন। যা উভয় পক্ষের সম্মতিতে বাড়ানো যেতে পারে এবং রাশিয়া রাজি থাকলে একযোগে তা বাস্তবায়ন করা যেতে পারে। এই প্রস্তাবগুলো রাশিয়ার কাছে উপস্থাপন করা হবে। রাশিয়া রাজি থাকলে যুদ্ধবিরতি কার্যকর হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধবিরতির প্রস্তাব আকাশ, সমুদ্র ও স্থল সবক্ষেত্রেই প্রযোজ্য হবে।
সম্প্রতি ওভাল অফিসে জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নজিরবিহীন বাক্যবিনিময়ের পর সৌদি আরবের লোহিত সাগরের তীরবর্তী শহর জেদ্দায় মঙ্গলবার অনুষ্ঠিত এই আলোচনা ছিল দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র আরও বলেছে, তারা অবিলম্বে ইউক্রেনে সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং নিরাপত্তা সহায়তা পুনরায় চালু করবে। ট্রাম্প-জেলেনস্কির বাকবিতণ্ডায় পূর্ণ অভূতপূর্ব বৈঠকের পর এগুলো স্থগিত করেছিল ওয়াশিংটন।
এ ছাড়া বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে খনিজ চুক্তি ‘যত তাড়াতাড়ি সম্ভব’ সম্পন্ন করা হবে।
বৈঠকের পর মঙ্গলবার গভীর রাতে জেদ্দায় এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও আশা প্রকাশ করেন, রাশিয়া এই প্রস্তাব গ্রহণ করবে। তিনি বলেন, ইউক্রেন “গুলিবর্ষণ বন্ধ করে আলোচনা করতে প্রস্তুত” এবং যদি রাশিয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে “তাহলে আমরা দুর্ভাগ্যবশত জানতে পারব এখানে শান্তির পথে বাধা কী”।
জেদ্দায় “গঠনমূলক” আলোচনার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়াকে হয় “যুদ্ধ বন্ধ করতে হবে বা যুদ্ধ চালিয়ে যেতে তার ইচ্ছা প্রকাশ করতে হবে। এখন পূর্ণ সত্য প্রকাশের সময় এসেছে।”
অবশ্য এই বিষয়ে রাশিয়া এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে মঙ্গলবার ক্রেমলিন বলেছিল, আলোচনার ফলাফল সম্পর্কে ওয়াশিংটনের কাছ থেকে ব্রিফ পাওয়ার পর তারা এই বিষয়ে একটি বিবৃতি জারি করবে।
প্রসঙ্গত, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করে। মস্কো বর্তমানে ইউক্রেনীয় ভূখণ্ডের প্রায় ২০ শতাংশ নিয়ন্ত্রণ করছে।