ই-পেপার শুক্রবার ১৪ মার্চ ২০২৫
শুক্রবার ১৪ মার্চ ২০২৫
ই-পেপার

শুক্রবার ১৪ মার্চ ২০২৫

জেসিআই ঢাকা প্লাটিনামের উদ্যোগে এতিমখানায় কম্পিউটার বিতরণ
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৫:৪৪ পিএম  (ভিজিট : ৮৮)
কম্পিউটার হাতে এতিমখানার শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

কম্পিউটার হাতে এতিমখানার শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার একটি এতিমখানায় প্রায় ১০০ জন এতিম শিক্ষার্থীর তথ্য প্রযুক্তিবিষয়ক দক্ষতা উন্নয়নের জন্য জেসিআই ঢাকা প্লাটিনাম কম্পিউটার বিতরণ করেছে। সংগঠনটি প্রাথমিকভাবে এতিমখানার শিক্ষার্থীদের দুটি পূর্ণাঙ্গ কম্পিউটার সেট প্রদান করে। 

৭ মার্চ আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা প্লাটিনামের ২০২৫ লোকাল প্রেসিডেন্ট কাওসার হাবিব সাগর, লোকাল ভাইস প্রেসিডেন্ট হামিদুজ্জামান সোহাগ, লোকাল ডিরেক্টর মশিউর শাফী এবং অন্যান্য সম্মানিত বোর্ড মেম্বাররা। 

অনুষ্ঠানে লোকাল প্রেসিডেন্ট বলেন, ‘প্রযুক্তির এই যুগে শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষায় দক্ষতা অর্জন খুবই গুরুত্বপূর্ণ। এতিম বাচ্চারা বিভিন্ন কারণেই সবসময় প্রকৃত সুযোগ সুবিধা পায় না। আমরা তাদের ভবিষ্যতের কথা ভেবে প্রযুক্তির জগতে তাদেরকে এক ধাপ এগিয়ে নিতে এই উদ্যোগ গ্রহণ করছি।’ 

এতিমখানার শিক্ষার্থীরা কম্পিউটারগুলো পেয়ে অত্যন্ত আনন্দিত এবং তারা আশাবাদী যে, এর মাধ্যমে তাদের শিক্ষার এক নতুন দুয়ার উন্মুক্ত হবে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close