টঙ্গীতে অবরোধ
সাড়ে ৪ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ১১:৫৬ এএম আপডেট: ১১.০৩.২০২৫ ২:৩৯ পিএম (ভিজিট : ১৪১)

গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ শ্রমিকদের। ছবি: সময়ের আলো
গাজীপুরের টঙ্গীতে মহাসড়কের অবরোধ তুলে নিয়েছেন শ্রমিকরা। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭টার দিকে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা। পরে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে বেলা সাড়ে ১১টার দিকে তারা সড়ক থেকে সরে যান।
এদিকে শ্রমিক অবরোধের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, যৌথবাহিনী শ্রমিকদের সঙ্গে কথা বলে বোঝানোর পর তারা সড়ক থেকে সরে গেছে। তারা সরে যাওয়ার পরেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানা শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন গত ৯ মার্চ দেওয়ার কথা ছিল। বেতন না দেওয়ায় গত সোমবার সকাল থেকে কাজ বন্ধ করে কারখানার ভেতরেই অবস্থান করে বিক্ষোভ করেন শ্রমিকরা। আজ সকালে কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা কারখানার সামনে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। ওই নোটিশ দেখে শ্রমিকরা সকাল ৭টা থেকে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে হোসেন মার্কেট ইম্পেরিয়াল হাসপাতালের সামেনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা।