
পোশাক ও ছবি : কে ক্রাফট
ঈদ মানেই আনন্দ। এই আনন্দের বেশ বড় একটা অংশজুড়েই থাকে বাহারি নকশার নতুন পোশাক। তাই দেশীয় ফ্যাশন হাউসগুলো ঈদকে কেন্দ্র করে ক্রেতাদের পছন্দের কথা বিবেচনায় রেখে আয়োজন করে থাকে নানা ডিজাইনের পোশাক ও আনুষঙ্গিক পণ্যের। জীবন যেখানে যেমন এর ঈদ আয়োজনে আজ রইল বেশ কিছু ক্রেতাপ্রিয় ফ্যাশন হাউসের ঈদ আয়োজনের খোঁজখবর।
অঞ্জনস
এবারের ঈদ বসন্তের শেষ এবং গ্রীষ্মের শুরুতে; পোশাক ডিজাইন, রং নির্বাচন ও ফেব্রিক ব্যবহারের ক্ষেত্রে এই বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। অঞ্জনস এর ঈদ কালেকশনে মেয়েদের জন্য রয়েছে শাড়ি, সালোয়ার, কামিজ, ওড়না, ট্রেন্ডি টপস ও বিভিন্ন ধরনের আধুনিক জুয়েলারি, ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি-পাজামা, শার্ট, ফতুয়া, টি-শার্ট ও কটি। শিশু-কিশোরদের জন্য রয়েছে পাঞ্জাবি-পাজামা, শার্ট, সালোয়ার কামিজ ও ফ্রক।
রাজশাহী বলাকা সিল্ক, মসলিন, হাফসিল্ক, কটন সিল্ক, লিনেন কটন, টাঙ্গাইল কটন ও ভয়েল কাপড়ে শাড়িগুলোতে ব্লক প্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট ও এমব্রয়ডারি করা হয়েছে। ঈদ উপলক্ষে এক্সক্লুসিভ শাড়িগুলোতে অলওভার এমব্রয়ডারি ও কারচুপি করা হয়েছে। কটন, লিনেন কটন, জ্যাকার্ড কটন, রেয়ন কটন, সফট সিল্ক, ডুপিয়ানসহ বিভিন্ন ধরনের কাপড়ে মেয়েদের সালোয়ার, কামিজ, সিঙ্গেল কামিজ ও শট, লং, মিডিয়াম লেন্থের টপস করা হয়েছে। কামিজ ও টপসগুলোতে সমসাময়িক ট্রেন্ড ও প্যাটার্ন বেশি গুরুত্ব পেয়েছে। স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি ও ডিজিটাল প্রিন্টের আনস্টিচ সালোয়ার, কামিজ পাওয়া যাবে এবারের ঈদ আয়োজনে।
সাদা, লাল, মেরুন, কালো, নীল, সবুজ, বাদামিসহ বিভিন্ন রঙের পাঞ্জাবি রয়েছে এবারের ঈদ কালেকশনে। কটন, জ্যাকার্ড কটন, এন্ডি কটন, রেয়ন কটন, ভয়েলসহ বিভিন্ন কাপড়ের পাঞ্জাবিগুলোতে এমব্রয়ডারি, কারচুপি, ডিজিটাল প্রিন্ট ও স্ক্রিন প্রিন্ট করা হয়েছে। কলিদার কাট, রেগুলার ফিট ও সিøম ফিট পাঞ্জাবি দিয়ে সাজানো হয়েছে ছেলেদের ঈদ কালেকশন। পাঞ্জাবি ছাড়াও কাতান, জ্যাকার্ড ডিজাইন ও ভারী কটন কাপড়ের কটি ও কটন কাপড়ে ফুল সিøভ ও হাফ সিøভ শার্ট ও ফতুয়া রয়েছে ঈদ কালেকশনে।
প্রতিবারের মতো এবারের ঈদ কালেকশনেও একই পরিবারের জন্য রয়েছে একই রঙের একই ডিজাইনে গ্রুপ পোশাক।
সিলভার ও বেইজ মেটাল ব্যবহার করে পাথর এবং অন্যান্য বিডস-এর সমন্বয়ে নিজস্ব ডিজাইনে আধুনিক ও ঐতিহ্যমন্ডিত নকশায় নেকলেস, চোকার, আংটি, কানের দুল, নাকফুল, চুড়িসহ বিভিন্ন ধরনের গহনা রয়েছে ঈদ কালেকশনে।
কে ক্র্যাফট
কে ক্র্যাফট ইতিমধ্যে ঈদ আয়োজনের পোশাক নিয়ে হাজির হয়েছে। মোটিফের সঙ্গে মিলিয়ে নানা রঙের ফেব্রিক ও স্টাইলিং-এর সমন্বয় সমৃদ্ধ করেছে কে ক্র্যাফটের এবারের ঈদ আয়োজন। যেহেতু গরম থাকবে তাই আরাম ও স্বস্তিতে থাকাকে প্রাধান্য দিয়ে পোশাকে থাকবে আভিজাত্য। সব বয়সি নারী, পুরুষ ও শিশুদের জন্য আবহাওয়া ও উৎসব উপযোগী পোশাকগুলোর আয়োজনে রয়েছে নানা প্যাটার্নের সালোয়ার, কামিজ, ডাবল লেয়ারড সালোয়ার, কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস, ডাবল লেয়ারড কুর্তি, টিউনিক,গাউন, কাফটান,প্যান্টসহ টপস, টপস-স্কার্ট। ছেলেদের জন্য রয়েছে পছন্দের ব্র্যান্ড কে ক্র্যাফটের রেগুলার, কাট বেজড ও ফিটেড পাঞ্জাবি। এ ছাড়াও পাওয়া যাবে রেগুলার ও স্লিম ফিট ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া ও টি-শার্ট।
মেয়ে শিশুদের জন্য উৎসবভিত্তিক পোশাকে থাকছে-সালোয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টপস, লেহেঙ্গা সেট, টপস সেট, স্কার্ট। ছোট ছেলেদের জন্য নানা রঙের পাঞ্জাবি, হাফহাতা শার্ট, ফতুয়া এবং টি-শার্ট। এ ছাড়াও ছোট মেয়েরা, বোন অথবা মায়ের সঙ্গে মিলিয়ে পরার জন্য সালোয়ার, কামিজ, কুর্তি এবং বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি, শার্ট থাকবে বরাবরের মতো। এ ছাড়া যুগলদের জন্য থাকবে বিশেষ পোশাক।
কাঁথা স্টিচ, ফ্লোরাল, জিওমেট্রিক, মুঘল, ট্রাইবাল, জামদানি, ইক্কত, টার্কিশ আর্ট, ট্র্যাডিশনাল, বিউটি অব রাগস, মিক্সড মোটিফের অনুপ্রেরণায় এবারের বিভিন্ন সিরিজের পোশাক। এ ছাড়া আরও নানা মোটিফ ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, সিকুইন ওয়ার্ক, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার হয়েছে।
পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে সঙ্গে আরামদায়ক বিষয়টি মাথায় রেখে ফেব্রিক হিসেবে নেওয়া হয়েছে কটন, ডিজাইন্ড কটন, সুইস কটন, হ্যান্ডলুম কটন, লিনেন, জর্জেট, সিল্ক, জয়শ্রী সিল্ক, হাফ সিল্ক, সাটিন ও অরগাঞ্জা।
রঙ বাংলাদেশ
দেশের অন্যতম দেশীয় পোশাক প্রতিষ্ঠান ‘রঙ বাংলাদেশ’ তাদের আয়োজন সম্পন্ন করে ফেলে একেবারে শুরু থেকেই। প্রতিবারের মতো এবারও রঙ বাংলাদেশ থিমভিত্তিক কালেশনের দিকেই মনোযোগ দিয়েছে। এবারের থিম ‘আল হামরা মসজিদ’, ‘টি’নালক উইভিং’ ও ‘ডিলাইট ইন ডিজাইন-ইন্ডিয়ান সিলভার ফর দ্য রাজ’।
আন্তর্জাতিক ফোরকাস্ট আর দেশীয় উৎসবধর্মী রঙের মিশেলে তৈরি নির্ধারিত কালার প্যালেটের এই থিমনির্ভর আইডিয়ার সঙ্গে দেশীয় সংস্কৃতি, প্রকৃতি, আবহাওয়া, কাপড়ের আরাম, রং, বুনন এবং টেকসইয়ের দিকেও পূর্ণ মনোযোগ ও যত্নের ছাপও লক্ষণীয় দেশের শীর্ষস্থানীয় এই ফ্যাশন হাউসের ঈদের পণ্যে।
বড়দের সঙ্গে সঙ্গে ছোটদের আয়োজনেও সমান গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে পোশাক। রয়েছে পরিবারের সবার জন্য একই ধরনের ম্যাচিং পোশাক। ফলে বাবা-মা, মা-মেয়ে, বাবা-ছেলে এমনকি পরিবারের সবাই একই ডিজাইন বা থিমের পোশাক পরে উদযাপন করতে পারবে এবারের ঈদ উৎসব। এ ছাড়াও রঙ বাংলাদেশের সাব-ব্র্যান্ড হিসাবে থাকছে ওয়েস্ট রঙ, আপন ভুবন শ্রদ্ধাঞ্জলি আর রঙ জুনিয়র এর ঈদ আয়োজন।
এবারে মেয়েদের সংগ্রহে আছে শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, টিউনিক, টপস, ওড়না, রেডি ব্লাউজ , ব্লাউজ পিস, আনস্টিচড থ্রি-পিস ইত্যাদি। ছেলেদের পোশাকের আয়োজনে রয়েছে পাঞ্জাবি, পায়জামা, কাতুয়া, কাবলি সেট, শার্ট, টি-শার্ট, পোলো টি-শার্ট ইত্যাদি।
ছোটদের জন্য রয়েছে থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, ফ্রক, স্কার্ট টপস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট। আছে টিনএজারদের উপযোগী টপস। এ ছাড়া আরও রয়েছে জুয়েলারি, নানা ডিজাইনের ব্যাগ, পার্স, শো-পিস ও উপহার সামগ্রী। এ ছাড়াও নিয়মিত সব আয়োজন তো থাকছেই।
সাদাকালো
সাদাকালো এবার ঈদ উপলক্ষে নিয়ে এসেছে বিশেষ ফ্লোরাল মোটিফ কালেকশন। এই কালেকশন সাজানো হয়েছে কালো-সাদা রঙের অনন্য সমন্বয়ে ফুলের নকশায়, যা আধুনিক ফ্যাশনের সঙ্গে ঐতিহ্যকে ধারণ করে। এই ঈদ কালেকশনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ফুলের মোটিফ, যা প্রকৃতি ও নান্দনিকতার সৌন্দর্যকে তুলে ধরে। শাড়ি, কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, বাচ্চাদের পোশাকসহ নানা বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক এই সংগ্রহে রয়েছে। এ ছাড়াও রয়েছে বাবা-ছেলে, মা-মেয়ের একই রকম পোশাক যা ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলবে। এবার প্রথমবারের মতো কো-অর্ডস সেট কালেকশন এনেছে সাদাকালো। এবারের ঈদ যেহেতু গরমের মধ্যে পড়বে, সেহেতু আরামদায়ক কাপড়ের কথা মাথায় রেখেই পোশাক ডিজাইন করেছেন সাদাকালোর ডিজাইনাররা।
সাদাকালোর উদ্যোক্তা আজহারুল হক আজাদ বলেন, ‘আমাদের এবারের কালেকশন ফ্যাশনপ্রেমীদের জন্য এক নতুন অভিজ্ঞতা হবে, যেখানে তারা ঐতিহ্যবাহী পোশাকে পাবেন সমসাময়িক ডিজাইনের ছোঁয়া।’
বালুচর
ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে ছেলেদের প্রথম পছন্দ থাকে পাঞ্জাবি। ফ্যাশন সচেতন মানুষ ঈদের রং ছড়ায় পাঞ্জাবি দিয়ে। এবারের ঈদে বাহারি ডিজাইনের পাঞ্জাবি নিয়ে এসেছে ‘বালুচর’।
মূলত পাঞ্জাবিতে দেশীয় সংস্কৃতির সঙ্গে পাশ্চাত্য হাল ফ্যাশনের ফিউশন ঘটিয়ে তৈরি করছে নিজস্ব ধারা। তাতে থাকছে কাট ও প্যাটার্নে বৈচিত্র্য। ফ্যাশনপ্রিয় জন্য এবারের আয়োজনে রয়েছে পাঞ্জাবি, কুর্তা, পায়জামা, কটি, ফরমাল ও ক্যাজুয়াল শার্ট। রেগুলার, সিøম ও ফিট উভয় ধরনের পাঞ্জাবির সংগ্রহ রয়েছে। আছে এক্সক্লুসিভ পাঞ্জাবিও। এই ঈদে বাবা-ছেলের স্পেশাল পাঞ্জাবির বিশাল কম্বো এসেছে। আউটলেটের পাশাপাশি অনলাইনেও কেনাকাটা করা যাবে।
ফ্যাশন ডিজাইনার শাহীন চৌধুরীর হাত ধরে বালুচরের যাত্রা শুরু ২০০৮ সালে। জগন্নাথ বিশ^বিদ্যালয় থেকে এমবিএ শেষ করে ফ্যাশন ডিজাইনিংয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে। সমসাময়িক ফ্যাশনকে দৃষ্টিনন্দন কারুকার্যের মাধ্যমে সবার সামনে তুলে ধরতেই ‘ফ্যাশন ফর ক্রিয়েশন’ সেøাগান নিয়ে বালুচরের পথচলা।
দেশাল
চলছে ঈদের কেনাকাটার মৌসুম। দেশজুড়ে ক্রেতারা ব্যস্ত নিজেদের মনের মতো করে ঈদকে সাজানোর প্রস্তুতিতে। তাদের সেই প্রস্তুতিকে পূর্ণ করতেই ফ্যাশন ব্র্যান্ড দেশাল নিয়ে এসেছে ঈদ কালেকশন। বাংলাদেশের প্রকৃতি ও দেশীয় সংস্কৃতি থেকে অনুপ্রাণিত নানা রকম রং ও মোটিফের সমন্বয়ে তৈরি হয়েছে দেশাল-এর এবারের ঈদ কালেকশন। বছরের সবচেয়ে বড় উৎসব সামনে রেখে এই কালেকশনে ব্র্যান্ডটি নিয়ে এসেছে চারশরও বেশি ডিজাইন।
এবারের ঈদের সময়ের গরম আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে দেশাল-এর ঈদ কালেকশনে প্রাধান্য পেয়েছে সুতির পোশাক। এ ছাড়া ঈদের আভিজাত্য ও জাঁকজমক উৎসবের বিষয়টি মাথায় রেখে তৈরি করা হয়েছে সিল্ক শাড়ি ও এন্ডি সিল্কের শাড়ি ও পাঞ্জাবি। ডিজাইনের ক্ষেত্রে বিবেচনায় রাখায় হয়েছে তরুণদের পছন্দের বিষয়টি, তৈরি করা হয়েছে ডিজিটাল প্রিন্টের বিভিন্ন কালেকশন। তবে পরিবারের সব বয়সি নারী-পুরুষের জন্যই বিভিন্ন ডিজাইনের পোশাক আছে এবারের কালেকশনে। কটন-ভেজিটেবল ডাই-হ্যান্ড এমব্রয়ডারি শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তি, টপস, পঞ্চ, টু-পিস, কাফতান, পাঞ্জাবি, টি-শার্ট, ছোটদের ফ্রক, পঞ্চ, পাঞ্জাবি, ফতুয়া মিলিয়ে আছে অসংখ্য ডিজাইন।
দেশাল-এর প্রতিটি কালেকশনের মতোই এবারও ডিজাইনের ক্ষেত্রে দেশীয় মোটিফ প্রাধান্য পেয়েছে। দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যে স্বতন্ত্র ধারা তৈরি করেছে দেশাল, তার ছোঁয়া পাওয়া যাবে এই ঈদ কালেকশনেও।