ই-পেপার মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১১ মার্চ ২০২৫

নাটকে বড় সিন্ডিকেট : তানহা তাসনিয়া
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৩:৪৩ এএম  (ভিজিট : ১২০)

তরুণ প্রজন্মের আলোচিত মডেল ও অভিনেত্রী তানহা তাসনিয়া। চলমান কর্মব্যস্ততা ও সামনের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন দৈনিক সময়ের আলোর সঙ্গে। 

নতুন বিজ্ঞাপন নিয়ে জানতে চাই?

নাটকের পাশাপাশি বিজ্ঞাপনেও মডেলিং করা হয়। তারই ধারাবাহিকতায় সম্প্রতি অভিজাত গ্রুপের নতুন বিজ্ঞাপনে কাজ করেছি। অভিজাত চাউলের এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সানজিদ খান প্রিন্স। খুব শিগগিরই এটি প্রচারে আসবে।

ঈদের কাজ কি করছেন?

সোহেল হাসানের পরিচালনায় ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ’, রুলিন রহমানের ‘মানি মার্চেন্ড’, তাইফুর রহমান আশিকের ‘মাতাল মতিন’, শামস করিমের ‘লোকসানে লোকমান’সহ কয়েকটি নাটকের শুটিং শেষ করেছি। প্রতিটি নাটকে অভিনয় করেছি মোশাররফ করিম ভাইয়ের বিরপীতে। ঈদের আরও কিছু নাটকের কাজ হাতে রয়েছে। এছাড়া রমজান মাসের একাধিক রান্নার অনুষ্ঠান, রিয়েলিটি শো’সহ বেশ কয়েকটি অনুষ্ঠান নিয়ে কাজ করছি। 

ধারাবাহিক নাটকের ব্যস্ততা কেমন ?

আরটিভিতে প্রচার চলতি সৈয়দ শাকিলের ‘বোকা পরিবার’, বাংলাভিশনে শামস করিমের ‘বাওকুমটা বাতাস’, এনটিভিতে তাইফুর রহমান আশিকের ‘ফাউল জামাই’ ধারাবাহিকে অভিনয় করছি। শিগগিরই এনটিভিতে প্রচার শুরু হবে সানজিদ খান প্রিন্সের ‘বিজলীর ভাতের হোটেল’।

মোশাররফ করিমের সঙ্গে বেশি কাজ করার বিশেষ কোনো কারণ আছে কি?

শুরু থেকেই আমাদের জুটি দর্শকদের গ্রহণযোগ্য পেয়ে আসছে। এজন্য নির্মাতারা নতুন গল্পে আমাদের নিয়ে ভাবেন। গত ঈদে আমার অভিনীত ১১ টি নাটকের ৯ টিতেই ছিলেন মোশাররফ করিম। আমার সৌভাগ্য ওনার মতো একজন গুনী অভিনেতার সঙ্গে আমার বেশি কাজ করা হচ্ছে। এতে আমার অনেক শেখা হচ্ছে। তিনি আমাকে খুব স্নেহ করেন। তবে আমি অন্য অভিনেতাদের সঙ্গেও কাজ করতে চাই। 

সিন্ডিকেটের আধিপত্য নাট্যাঙ্গনে কতটা ক্ষতি করছে?

নাটকে বড় সিন্ডিকেট চলে। এজন্যই মোশাররফ করিম ছাড়া অন্যদের সঙ্গে তেমন কাজ করা হচ্ছে না আমার। সিন্ডিকেটে না থাকায় ভালো শিল্পীরাও অভিনয় থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক শিল্পী থাকলেও নাটকে ঘুরে ফিরে একই  মুখে বিরক্ত দর্শক। গল্পেও ভিন্নতা থাকছে না এই কারণে। এতে নাটক যেমন মান হারাচ্ছে তেমনই নাটক দেখা থেকে দর্শক বিরত থাকছেন। আমাদের নাটকের সুনাম ক্ষতি গ্রস্ত হচ্ছে। 

সিনেমায় নতুনদের কাজের অভাব কেনো?

নানা কারণে সিনেমার প্রতি দর্শকের আগ্রহ কমে গেছে। শাকিব খানের ছবি ছাড়া দর্শক আসছে না প্রেক্ষাগৃহে। প্রযোজকরা খুবই চিন্তাভাবনা করে বিনিয়োগ করেন। প্রায় ছবির ব্যয়ের অর্থও ফেরৎ আসে না। এমতাবস্থায় নতুনদের নিয়ে ঝুঁকি নিতে চান না কেউ। তবুও নতুনদের নিয়ে কেউ কেউ কাজ করেন। নতুন শিল্পীরাও নিজেদের টিকিয়ে রাখতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যান। তবে আমি সময় নষ্ট না করে ছোটপর্দায় নিয়মিত কাজ করছি। ভালো কাজের সুযোগ হলে আবারও দেখা যাবে চলচ্চিত্রে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close