ই-পেপার মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১১ মার্চ ২০২৫

বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, সর্বোচ্চ বেতন তাসকিনের
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১০:১১ পিএম  (ভিজিট : ৩১৪)
তাসকিন আহমেদ। ছবি: ছবি: সংগৃহীত

তাসকিন আহমেদ। ছবি: ছবি: সংগৃহীত

২০২৫ সালের ক্রিকেটারদের বেতনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে ২২ জন ক্রিকেটারকে ৫টি বেতনের গ্রেডে ভাগ করা হয়েছে।

একমাত্র 'এ+' ক্রিকেটার ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। তার মাসিক বেতন ১০ লাখ টাকা।

'এ' ক্যাটাগরিতে রয়েছে তিন জন ক্রিকেটার। এরা হলেন- নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস। তাদের মাসিক বেতন ৮ লাখ টাকা।

'এ' ক্যাটাগরিতে মুশফিকুর রহিম থাকলেও ওয়ানডে থেকে অবসরে যাওয়ায় 'বি' গ্রেডের ক্রিকেটার হয়ে গেছেন তিনি।

'বি' ক্যাটাগরির ক্রিকেটাররা বেতন পাবেন ৬ লাখ টাকা করে। এখানে আছেন- মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা। যদিও মাহমুদউল্লাহ নাম প্রত্যাহার করে নিয়েছেন।

'সি' ক্যাটাগরির ক্রিকেটাররা বেতন পাবেন ৪ লাখ টাকা করে। এখানে আছেন- সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব এবং শেখ মেহেদী হাসান।

'ডি' ক্যাটাগরির ক্রিকেটাররা বেতন পাবেন ২ লাখ টাকা করে। এখানে আছেন- নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close