ই-পেপার মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১১ মার্চ ২০২৫

হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল খুন
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১০:০৮ পিএম আপডেট: ১০.০৩.২০২৫ ১০:৫৩ পিএম  (ভিজিট : ৩৮৮)
হাবীবুল্লাহ বাহার কলেজ। ছবি: সংগৃহীত।

হাবীবুল্লাহ বাহার কলেজ। ছবি: সংগৃহীত।

রাজধানীর উত্তরায় নিজ বাসায় খুন হয়েছেন হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। সোমবার (১০ মার্চ)  রাতে এ ঘটনা ঘটে।

তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন। পরে সাইফুর রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কয়েক দিন আগে দু’জন নারী–পুরুষ তার বাসায় ওঠেন। আজ সাহ্‌রির সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ওই দু’জনকে খোঁজা হচ্ছে।
হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। ছবি: সংগৃহীত

হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। ছবি: সংগৃহীত


বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আহমেদ আলী।


তিনি বলেন, সাইফুর রহমান ওই ভাড়া বাসায় একাই থাকতেন। কয়েক দিন আগে দুজন নারী–পুরুষ তার বাসায় ওঠেন। আজ সাহ্‌রির সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা আহমেদ আলী বলেন, ওই দু’জনকে খোঁজা হচ্ছে। তারা সাইফুর রহমানের আত্মীয় কি না এবং হত্যার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close