ই-পেপার মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১১ মার্চ ২০২৫

সিগারেট কাণ্ডের রিংকু আটক, নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১০:০৮ পিএম আপডেট: ১০.০৩.২০২৫ ১০:১০ পিএম  (ভিজিট : ১৭৪)
লালমাটিয়ায় ধূমপান কাণ্ডে দুই তরুণীকে লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত রিংকু। ছবি : সংগৃহীত

লালমাটিয়ায় ধূমপান কাণ্ডে দুই তরুণীকে লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত রিংকু। ছবি : সংগৃহীত

রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত রিংকুকে আটক করেছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। গত রোববার রাতে তাকে হেফাজতে নেয় মোহাম্মদপুর থানা-পুলিশ এবং সোমবার (১০ মার্চ) রাত পর্যন্ত তাকে হেফাজতে রাখা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সিগারেট কাণ্ডে রিংকুকে মোহাম্মদপুর থানা-পুলিশ হেফাজতে নিয়েছে। তার বিরুদ্ধে আইনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

এর আগে সোমবার সকালেই সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান। ফারুকী তার পোস্টে লিখেছেন, ‘লালমাটিয়ার উত্ত্যক্তকারী রিংকুকে গ্রেফতার করা হয়েছে।’ এরপর তিনি গায়িকা ফারজানা ওয়াহিদ শায়ানের একটি গানের লাইন উল্লেখ করেন।  

উল্লেখ্য, গত ২ মার্চ, রাজধানীর লালমাটিয়ায় একটি চায়ের দোকানে দুই তরুণী প্রকাশ্যে ধূমপান করছিলেন। এ সময় এক বয়স্ক ব্যক্তি তাদের ধূমপান নিয়ে আপত্তি তোলেন, যা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তেই সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। 

একপর্যায়ে রিংকু নামের এক ব্যক্তি তরুণীদের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক লাঞ্ছনার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টির মীমাংসা করে। 

কিন্তু ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে সামাজিকভাবে এরা নিন্দা জানান এবং অভিযুক্তের শাস্তির দাবি তোলেন। আবার অনেকেই প্রকাশ্যে ধূমপানের বিরোধিতা করেন। বিশেষ করে নারীদের ধূমপান নিয়েও অনেকে সমালোচনা করেন।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close