ই-পেপার মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১১ মার্চ ২০২৫

রমজানে কাশ্মিরে ‘অশ্লীল’ ফ্যাশন শো, ক্ষোভ মুখ্যমন্ত্রীর
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৯:২৬ পিএম আপডেট: ১০.০৩.২০২৫ ৯:৪৯ পিএম  (ভিজিট : ১৬৭)
ভারতের কাশ্মীরে অনুষ্ঠিত ফ্যাশন শোর খণ্ডচিত্র। ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারতের কাশ্মীরে অনুষ্ঠিত ফ্যাশন শোর খণ্ডচিত্র। ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারতের মুসলিম অধ্যুষিত জম্মু ও কাশ্মীরে পবিত্র রমজান মাসে এক ফ্যাশন শো-কে ঘিরে ব্যাপক ক্ষোভ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। 

গুলমার্গের স্কি রিসোর্টে হওয়া এই ফ্যাশন শো-কে অশ্লীল অ্যাখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। আজ সোমবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ফ্যাশন শো’র প্রকাশিত ছবিগুলোতে স্থানীয় সংবেদনশীলতার প্রতি সম্পূর্ণভাবে অবজ্ঞা করা হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী ওমর। এ বিষয়ে স্বয়ং নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

ওমর আবদুল্লাহ বলেন, এই ক্ষোভ সম্পূর্ণরূপে বোধগম্য। আমি যে ছবিগুলো দেখেছি তাতে স্থানীয় সংবেদনশীলতার প্রতি সম্পূর্ণ অবজ্ঞার প্রমাণ পাওয়া গেছে এবং তাও এই পবিত্র মাসে। আমার অফিস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং আমি আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলেছি। এই প্রতিবেদনের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


কাশ্মীরের রাজনৈতিক নেতা মিরওয়াইজ ওমর ফারুকও এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, এটা অত্যন্ত জঘন্য কাজ! পবিত্র রমজান মাসে গুলমার্গে একটি অশ্লীল ফ্যাশন শো আয়োজন করা হচ্ছে, যার ছবি এবং ভিডিও মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। সুফি, সাধু সংস্কৃতি এবং জনগণের গভীর ধর্মীয় দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত উপত্যকায় এটি কীভাবে সহ্য করা যেতে পারে- এমন প্রশ্ন রাখেন তিনি। 

তিনি অনুষ্ঠানের আয়োজকদের কাছে জবাবদিহির দাবি জানান। তিনি বলেন, যারা জড়িত তাদের অবিলম্বে জবাবদিহি করা উচিত। পর্যটন প্রচারের নামে কাশ্মীরে এই ধরনের অশ্লীলতা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close