ই-পেপার মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১১ মার্চ ২০২৫

জামায়াত আমিরের সঙ্গে দেখা করলেন সাবেক দুই মার্কিন কূটনীতিক
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৯:২৪ পিএম আপডেট: ১০.০৩.২০২৫ ৯:৩৮ পিএম  (ভিজিট : ১৩০)
জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক দুই কূটনীতিক উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিচর সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক দুই কূটনীতিক উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিচর সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক দুই কূটনীতিক উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিচ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

ঢাকার মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার (১০ মার্চ) তাদের সাক্ষাৎ হয় বলে দলটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সাক্ষাৎ হয়েছে। বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি বিশেষ করে অগাস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, নির্বাচন, নারীর ক্ষমতায়ন ও মানবাধিকারসহ দ্বিপক্ষীয় বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে। জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাক্ষাৎ অনুষ্ঠানে ছিলেন।

উইলিয়াম বি মাইলাম ১৯৯০ থেকে ১৯৯৩ সময়ে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন। আর জন ড্যানিলোভিচ ২০০৭ থেকে ২০১১ সময়ে ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক/অর্থনৈতিক কাউন্সেলর এবং কিছুদিন ডেপুটি চিফ অব মিশন ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। তার আগের দিন বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন। ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে বৈঠক করেন।


আরও সংবাদ   বিষয়:  জামায়াতে ইসলামী   আমির   শফিকুর রহমান   যুক্তরাষ্ট্র  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close