ই-পেপার মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১১ মার্চ ২০২৫

৮০ শতাংশেরও বেশি ইউএসএইডের কার্যক্রম বাতিল
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৮:৪৮ পিএম  (ভিজিট : ১০০)
যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা- ইউএসএইডের পতাকা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা- ইউএসএইডের পতাকা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা- ইউএসএইডের ৮০ শতাংশের বেশি কার্যক্রম বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। 

ছয় সপ্তাহের পর্যালোচনার পর যুক্তরাষ্ট্রের প্রশাসন আজ সোমবার (১০ মার্চ) এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স একাউন্টে এক পোস্টে মার্কো রুবিও বলেন, প্রশাসন ইতিমধ্যে ৫ হাজার ২০০টি প্রকল্প চুক্তি বাতিল করেছে। যেখানে যুক্তরাষ্ট্র লক্ষ কোটি ডলার ব্যয় করেছে। এগুলো আমাদের মূল জাতীয় স্বার্থের কোনো প্রকার লাভ করেনি, বরং কিছু ক্ষেত্রে ক্ষতি করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, অবশিষ্ট আরও হাজারখানেক প্রকল্প মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের অধীনে রয়েছে। রুবিও বলেন, সেগুলো আরও কার্যকরভাবে পরিচালিত হবে এবং কংগ্রেসের সঙ্গে পরামর্শ করা হবে। 


ডোনাল্ড ট্রাম্প গত ২০ জানুয়ারি প্রেসিডেন্টের দায়িত্বে আসার সঙ্গে সঙ্গেই বিদেশি সহায়তা কর্মসূচির ওপর ৯০ দিনের বিরতি ঘোষণা করেন। এই কর্মসূচিগুলো তার 'আমেরিকা ফার্স্ট' পররাষ্ট্রনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা যাচাইয়ের জন্যই মূলত এমন উদ্যোগ নেওয়া হয় । 

ট্রাম্পের আদেশ এবং এর ফলে জারি হওয়া কাজ বন্ধের নির্দেশ ইউএসএইডের কার্যক্রমে অস্থিরতা সৃষ্টি করেছে। বিশ্বজুড়ে সংস্থার বিভিন্ন উদ্যোগ হঠাৎ থমকে যায়। ফলে, জীবন প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সহায়তার বিতরণ বিপদের মুখে পড়ে এবং বৈশ্বিক মানবিক সহায়তা কার্যক্রম বিশৃঙ্খল অবস্থার সম্মুখীন হয়।

তবে ট্রাম্প প্রশাসন বলেছে যে, জীবন রক্ষাকারী সহায়তার জন্য ছাড় প্রদান করা হয়েছে। কিন্তু বিশ্বব্যাপী মানবিক সহায়করা জানিয়েছেন, সহায়তার তহবিল এখনও বন্ধ রয়েছে। এছাড়া সংস্থাটির হাজার হাজার কর্মচারী ছুটিতে পাঠানো হয়েছে বা বরখাস্ত হয়েছে। আর চুক্তিবদ্ধ কর্মীদের চুক্তি বাতিল করা হয়েছে। যাদের ছুটিতে পাঠানো হয়েছে তাদের বেশিরভাগই পুনর্বহাল করার সম্ভাবনা নেই।


আরও সংবাদ   বিষয়:  ইউএসএইড   যুক্তরাষ্ট্র  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close