ই-পেপার মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১১ মার্চ ২০২৫

হামাসের পাশে থাকার প্রতিশ্রুতি হিজবুল্লাহ প্রধানের
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৫:৪০ পিএম  (ভিজিট : ১৫৫)

ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পাশে থাকার অঙ্গীকার করেছেন লেবানন ভিত্তিক শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম।  

আজ সোমবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। আল-মানার টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে নাঈম কাসেম এমন মন্তব্য করেছেন। 

তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের দখলদারিত্ব ও সম্প্রসারণমূলক নীতির বিরুদ্ধে তার দল প্রতিরোধ চালিয়ে যাবে। ইসরায়েলি আগ্রাসন শুধু ফিলিস্তিন নয়, সমগ্র অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি। দলটির দাবী, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সৈন্য সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে এবং ধারাবাহিক হামলা বন্ধ করতে হবে। 


সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু ফিলিস্তিনিদের তাদের ভূমি মুক্ত করতে সহায়তা করা নয়, বরং আমাদের নিজস্ব ভূমিও রক্ষা করা। আমরা জাতীয় স্বার্থের অংশ হিসেবে তাদের (হামাস) পাশে থাকব।

কাসেম লেবানন ও মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ক্ষমতার ভারসাম্য স্বীকার করেছেন। তবে আন্দোলনে তাদের মূল নীতিগুলো অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি। 

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে নতুন ক্ষমতার সমীকরণ গড়ে উঠছে। তবে আমরা সেগুলো ইসরায়েলের স্বার্থে শক্তিশালী হতে দেব না। বরং এই পরিবর্তনের মাধ্যমে যেন আমাদের ভবিষ্যৎ ও সার্বভৌমত্ব নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যে এগিয়ে যাব। 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close